সরিয়ে নেওয়া হচ্ছে কাঁঠালবাড়ি ঘাট,শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে

নিজস্ব সংবাদদাতা : পদ্মা সেতুর কাজের জন্য সরিয়ে নেওয়া হয়েছে শিমুলিয়া-কাঁঠলবাড়ি নৌরুটের কাঁঠালবাড়ি ফেরি ঘাট। আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে ফেরি চলবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে।

মূলত নদী শাসন কাজের জন্য কাঁঠালবাড়ি ঘাট সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমান কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে পশ্চিম দিকে আরো ৩০০ মিটার উজানে বাংলাবাজারে এই ফেরি ঘাটটিকে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তর শেষে এই ফেরিঘাটের নাম দেওয়া হয়েছে ‘শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাট’।

রোরো ও ডাম্পসহ সব ধরনের ফেরি চলাচল শুরু হতে যাচ্ছে এ ঘাট দিয়ে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (নদী শাসন) মো. শারফুল ইসলাম জানান, বাংলাবাজার এলাকাকে ফেরিঘাট হিসেবে ব্যবহার করার উপযোগী সব কিছুই করা হয়েছে। এছাড়া আগের ফেরিঘাটের উল্টো দিকে নদী শাসনের জন্য জমি অধিগ্রহণ করা হয়। চরজানাজাতসহ আশপাশের প্রায় ২২৬ একর জমি অধিগ্রহণ করা হয়। সেখানেও ড্রেজিং করা হয়েছে। কারণ এখানে নদী শাসনের সময় আবার ফেরি চলাচলের জন্য চওড়া করতে হয়েছে।

শারফুল ইসলাম আরো জানান, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ল্যান্ডিং পয়েন্ট থেকে দুই কিলোমিটার ভাটিতে নাওডোবা এলাকায়ও নদী শাসনের ড্রেজিং করা হয়েছে। জাজিরা ল্যান্ডিং পয়েন্টে বালুর বস্তা ও অন্যান্য উপকরণ ফেলা হয়েছে।

এর আগে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কাঁঠালবাড়িতে সরিয়ে আনা হয়েছিল কাওড়াকান্দি ঘাট। তখন মাদারীপুর জেলার শিবরচরের এ ঘাটের নামকরণ করা হয় ইলিয়াস আহমেদ ঘাট। এখনো ওই নামই থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) ব্যবস্থাপক (মেরিন) আহাম্মদ আলী  জানান, এরইমধ্যে দুটি ঘাট সরিয়ে আনা হয়েছে বাংলাবাজারে। কয়েক দিনের মধ্যে বাকি দুটি ঘাটসহ লঞ্চ ও স্পিডবোট ঘাটও সরিয়ে আনা হবে। তিন বছর পর এই ঘাট স্থানান্তেরর কারণে দূরত্ব বাড়ল আধা কিলোমিটার। বর্তমানে বিকল্প চ্যানেল ফেরির দূরত্ব ছিল সাড়ে ১২ কিলোমিটার। আর বাংলাবাজার-শিমুলিয়া ঘাটের দূরত্ব হচ্ছে ১৩ কিলোমিটার।

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

8 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

9 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

9 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

9 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

9 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

9 months ago