সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাংলাদেশ নৌ পুলিশের অগ্রণী ভূমিকা

নিজস্ব সংবাদদাতা- সরকার ঘোষিত সমুদ্রে ৬৫ দিন যে কোন ধরনের মাছ ধরা নিষিদ্ধের আদেশ বাস্তবায়নে তৎপড়তা শুরু করেছে নৌপুলিশ। নৌপুলিশ ৫টি বিশেষ লঞ্চযোগে সমুদ্রে মাছ ধরা বন্ধে নিয়মিত টহল দিচ্ছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রের মৎস সম্পদ রক্ষায় নৌপুলিশের এ কার্যকম চালানো হবে নিয়মিত। নৌপুলিশের ১৯টি স্টেশন সমুদ্র, নদী এবং মৎসঘাটগুলোতে নজরদারী বাড়িয়েছে। এ বিষয়ে মৎস শিকারি জেলে সমিতির নেতা এবং ট্রলার মালিক সর্বোপরি দাদনদারদের সঙ্গে বৈঠক করেছে নৌপুলিশ।

নৌপুলিশের ডিআইডি মো. আতিকুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি সমুদ্রে মাছ ধরতে যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সমুদ্রে মাছ ধরা বন্ধে নৌপুলিশের পোশাকধারী টিমের পাশাপাশি গোয়েন্দা টিমগুলোও কাজ করছে। ট্রলারগুলো যাতে সমুদ্রে যেতে না পারে এ জন্য সতর্ক অবস্থান নেয়া হয়েছে।

নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানান, সরকার বঙ্গোপসাগড়ে গত ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন যেকোন ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। মূলত সমুদ্রে মৎস সম্পদ বাড়াতে এবং ছোট ছোট মাছ বড় হওয়া এবং মা মাছের ডিম পাড়ার সুবিধার্থে সরকারে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু কিছু অসাধু মৎস ব্যবসায়ী জেলেদের নানা প্রলোভনে ফেলে ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকারে বাধ্য করাচ্ছে। এমন পরিস্থিতিতে অবাধে সব ধরনের মাছ শিকারের ফলে সমুদ্রে মৎস সম্পদ কমে আসতে শুরু করেছে।

তিনি আরও জানান, এ বছর সরকারের আদেশ বাস্তবায়নে কাজ করবে নৌপুলিশ। ইতোমধ্যে নির্ধারিত সমুদ্র এলাকায় নিয়মিত টহলের জন্য ৫টি জাহাজ (বড় লঞ্চ) নিযুক্ত করা হয়েছে। এসব লঞ্চ ছাড়াও ট্রলার ও স্প্রিডবোর্ডে করে নৌপুলিশের সদস্যরা সমুদ্রে টহর দিবে। নৌপুলিশের ১৯টি স্টেশন সমুদ্র এলাকা ও সমুদ্রবর্তী নদীতে অবস্থান নিয়েছে। নৌপুলিশের পক্ষ থেকে সমুদ্রে মৎস শিকার করা ট্রলারের এবং জেলেদের তালিকা তৈরি করা হয়েছে। কোন ট্রলারের মালিক কে তাও সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে ট্রলার মালিক ও জেলেদের সতর্ক করা হয়েছে। বরফকলগুলোতেও নজরদারী বাড়ানো হয়েছে।

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

8 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

9 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

9 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

9 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

9 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

9 months ago