জাতীয় সংবাদ

জাহাজ থেকে সরকারি তেল চুরি, ক্রু সহ ১২ জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :   জাহাজ থেকে সরকারি তেল চুরি করায় ক্রু সহ ১২ জন গ্রেফতার করে নৌপুলিশ। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে সরকারি তেল বহনকারী একটি কার্গো জাহাজ থেকে তেল চুরির অভিযোগে চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করে নৌপুলিশ। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে হরিরামপুর থানায় একটি মামলা হয়েছে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুঈদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলো– হরিরামপুরের ধুলসুড়া এলাকার লুৎফর রহমান (৪০) ও মিরাজ খান (৩৫); কার্গো জাহাজের কর্মচারী শিমুল সরদার (৩৪), মো. শরীফ (৩২), রব্বানী বিশ্বাস (৩৫), মো. লিটন (৩৫), মো. শামীম (২৫), মো. মিন্টু (৩২), কামাল মোল্লা (৩৫), মো. ফিরোজ (৩৫), মো. আউয়াল (২৮) এবং মফিজুর রহমান (২৮)। তাদের বাড়ি বিভিন্ন জেলায়। পলাতক অপর সাত আসামির বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বলে জানা যায়।

হরিরামপুর থানা সূত্রে জানা যায়, গত বুধবার ২৪ ফেব্রুয়ারি তেল চুরির ঘটনায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ঢাকা অঞ্চলের ব্যবস্থাপক সৈয়দ শফিকুর রহমান মামলাটি দায়ের করেন। এতে তেল চোর চক্রের ১৯ জনকে আসামি করেন তিনি।

তেল চুরির কৌশল

মামলার এজাহার সূত্র মতে, গত সোমবার চট্টগ্রাম অয়েল ডিপো থেকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সরকারি এক লাখ ৮৩ হাজার ৯৪৯ লিটার পেট্রল এবং ৫ লাখ ৪৪ হাজার ৬০৪ লিটার ডিজেল ভর্তি মেসার্স করিম শিপিং লাইনসের একটি তেলবাহী কার্গো জাহাজ সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপোর উদ্দেশ্যে রওনা হয়। পথে গত মঙ্গলবার বিকাল আনুমানিক ৫টার দিকে তেলের কার্গো জাহাজটি হরিরামপুরের ধুলসুড়া এলাকায় পদ্মা নদীর মাঝে পৌঁছালে ওই জাহাজে কর্মরত কয়েকজন কর্মচারী ও তেল চোর চক্রের সদস্যরা তেল চুরির কার্য্যক্রম এবং একটি ট্রলারে তেল স্থানান্তর শুরু করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতয়ালি নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ১২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেন।পাশাপাশি চুরি করা ৭০০ লিটার পেট্রল, ৭০ হাজার টাকা ও একটি নৌকা জব্দ করে নৌপুলিশ। চোরচক্রের বাকি সাত জন ট্রলার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এই চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে বাঘাবাড়ি ডিপোতে তেল পরিবহনের পথে হরিরামপুরের ধুলসুড়া, পাবনার বেড়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় নৌপথে চোরাই তেল পরস্পরের যোগসাজশে কেনাবেচা করে আসছে।

মামলার বাদী যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ঢাকা অঞ্চলের ব্যবস্থাপক সৈয়দ শফিকুর রহমান বলেন, ‘সামনে উত্তরাঞ্চলে বোরো মৌসুমে জ্বালানি তেলের সংকট এড়াতে চট্টগ্রাম থেকে দ্রুত বাঘাবাড়ী ডিপোতে সরকারি এই তেল স্থানান্তর করা হচ্ছিল। চট্টগ্রাম ডিপো থেকে যে পরিমাণ জ্বালানি তেল বাঘাবাড়ী ডিপোতে পাঠানো হয়, পরে সেখানে আবারও পরিমাপ করা হয়। এতে তেলের ঘাটতি হলে শিপিং কোম্পানির মালিকপক্ষের সেই ঘাটতি পূরণ করে দিতে বাধ্যবাধকতা থাকে।

ওসি মো. মুঈদ চৌধুরী জানান, জাহাজ থেকে সরকারি তেল চুরি করায় ক্রু সহ ১২ জন গ্রেফতার করার পর  বৃহস্পতিবার আসামিদেরকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

 

আরো পড়ুন…

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মালয়েশিয়ান জাহাজে জলদস্যুতার চেষ্টায় ৯ জনকে গ্রেফতার

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

8 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

8 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

8 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

9 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

9 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

9 months ago