মেরিটাইম সংবাদ

৩ টন কোকেন বহনকারী জাহাজের নাবিকরাই ইচ্ছাকৃত জাহাজটি ডুবিয়ে দিলো

মেরিটাইম ডেস্ক :   ৩ টন  কোকেন বহনকারী জাহাজের নাবিকরাই ইচ্ছাকৃত জাহাজটি ডুবিয়ে দিলো বলে অভিযোগ স্পেনীয় কর্তৃপক্ষের।  বিসকে উপসাগরে ৩,০০০ কিলো কোকেন বহনকারী একটি মার্চেন্ট ট্যাঙ্কার জাহাজকে বাধা দেয় স্পেনীয় কর্তৃপক্ষ।

তাৎক্ষনাত তখনই জাহাজের ক্রু মেম্বাররা কৌশল করে মামলায় দোষি সাব্যস্ত না হওয়ার চেষ্টায় তাদের নিজস্ব জাহাজটি ডুবিয়ে দেয়।

পন্টেভেদারে অবস্থিত একটি চোরাচালানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কয়েক মাস তদন্ত করার উপর ভিত্তি করে এই ট্যাঙ্কার জাহাজে অভিযানটি চালায় স্পেনীয় কর্তৃপক্ষ।

এই প্রকল্পে গ্যালিশিয়ান উপকূলের নিকটবর্তী স্থানে কোকেন পরিবহনের অন্তর্ভুক্ত ছিল, যেখানে এই ছোট ট্যাঙ্কার জাহাজের মাধ্যেমে স্থানান্তরিত হবে।

গার্ডিয়া সিভিলের মতে, পালাও পতাকাবাহী এই ছোট্ট বাঙ্কারিং ট্যাংকার নেহির সন্দেহভাজন অপারেটিং প্রোফাইলের সাথে খাপ খায়।

যখন জাহাজেটিকে বাধা দেওয়ার সুযোগ আসে, তখন কর্মকর্তারা রিবাদেওরে অভিযানে জাহাজে উঠে।

স্প্যানিশ নৌবাহিনী জাহাজ সার্ভোইলা অনুসন্ধানের জন্য মোতায়েন করা জাতীয় পুলিশদের একটি বোর্ডিং দল এই ট্যাঙ্কারটিকে আটক করে।

তবে, ট্যাঙ্কার নেহির দ্রুত ডুবতে শুরু করায় অভিযানটি দ্রুত উদ্ধার মিশনে রূপান্তরিত হয়।

বোর্ডিং টিম ট্যাঙ্কারের নয় জন ক্রু মেম্বারকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে।

পাশাপাশি তারা ইউরোপীয় কালো বাজারে আনুমানিক $১৮০ মিলিয়ন ডলার মূল্যের ৩,০০০ কিলো কোকেনও জব্দ করে, যা জাহাজের মূল্য থেকেও অনেক বেশি।

গার্ডিয়া সিভিল জানায়, সন্দেহভাজন চোরাচালানকারীরা “এমন কোনও ডিভাইস খুলেছিল যার ফলে জাহাজের অবৈধ পণ্যসম্ভারের কোনও চিহ্ন ছাড়েনি এবং অভিযানের মাঝেই দ্রুত জাহাজটি পানিতে প্লাবিত হয়ে দুই ঘন্টার মধ্যে  পুরোপুরি ডুবে যায়।

গ্রেপ্তারকৃত নয় জন জর্জি ও তুর্কি জাতীয়তার  নাবিক সদস্যকে বিচারের জন্য বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তারা।

৩ টন কোকেন বহনকারী জাহাজের নাবিকরাই ইচ্ছাকৃত জাহাজটি ডুবিয়ে দিলো যে স্থানে, সেখানে একটি স্পিল-রেসপন্স জাহাজ প্রেরণ করা হয়েছে যাতে ভূপৃষ্ঠে আসতে পারে এমন কোনও দূষণের সমাধান করতে পারে।

আরোও পড়ুন…

তুরস্কের কৃষ্ণ সমদ্রে ডুবে গেলো কার্গো জাহাজ;৪ নাবিকের মৃত্যু ও ৩ জন নিখোজ

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

8 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

8 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

8 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

8 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

8 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

8 months ago