মেরিটাইম সংবাদ

ভূমধ্যসাগরে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজের মুখোমুখি সংঘর্ষ

মেরিটাইম ডেস্ক :  ভূমধ্যসাগরে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। গ্রীক দ্বীপ কিথেরার পশ্চিমে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে পণ্যবাহী জাহাজ দুটির সংঘর্ষের খবর পাওয়া যায়।

১৩ই মার্চ, শনিবার লাইবেরিয়া পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার কিভেলি জাহাজের হেড ও মাল্টা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার আফিনা আইয়ের হালের সংঙ্গে এই ভয়ংকর সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষের পরে জাহাজ দুটি ঐ অবস্থায় বন্দরের পাশে কিছু সময়ের জন্য সংযুক্ত ছিল।

অতঃপর এই সংঘর্ষের ঘটনা উল্লেখ করে স্থানীয় কোস্টগার্ডের নিকট সাহায্য চেয়ে কল করা হয়।

পরবর্তীতে হেলেনিক কোস্টগার্ডের চারটি টহল বোট এবং পাশাপাশি একটি সমুদ্র দূষণ রেসপন্স জাহাজ ঘটনাস্থলে প্রেরণ করেন।

তদন্ত ও পর্যবেক্ষনের সার্থে তাদের সাথে বেশ কয়েকজন ভাল বিশেষজ্ঞও ঘটনা স্থলে গিয়েছে।

একটি বেসরকারী উদ্ধার সংস্থা দূর্ঘটনা কবলিত জাহাজের সুরক্ষা প্রতিক্রিয়া জানায় এবং জাহাজগুলোকে সুরক্ষিত করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে বলে জানা যায়।

হেলেনিক কোস্টগার্ডের জয়েন্ট সার্চ অ্যান্ড রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের জানায়, সংঘর্ষের ফলে উভয় জাহাজে পানি প্রবেশ করছে।

তবে কোনও সামুদ্রিক দূষণের আলমত দেখা যায়নি এবং দুই জাহাজের নাবিক সদস্যরাও কোন ক্ষতি হয়নি বলে জানান তারা।

তারা বলেন, আফিনা আই জাহাজটি লোহা দ্বারা এবং কেভেলি জাহাজটি সার দ্বারা বোঝাই করা এবং উভয় জাহাজ প্রচুর ক্ষয় ক্ষতির শিকার হয় বলে জানান তারা।

মেরিনট্রাফিক এআইএস ট্র্যাকিংয়ের ভিত্তিতে, উদ্ধারকারী টগ অ্যাপলন দ্বারা উভয় জাহাজকে ইলাফোনিসোস এবং নেওপোলি ভায়ওনের মধ্যে একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।

পরবর্তীতে ১৪ই মার্চ নেওপোলি ভায়ওনের অ্যাঙ্কারেজ এড়িয়ায় আন্তর্জাতিক সময় দুপুর ১৪:৩০ মিনিটে অ্যাঙ্কার করা হয় এবং জাহাজ দুটির কাঠামো ক্ষতিগ্রস্থ অবস্থায় থাকে যায়।

বন্দর কতৃপক্ষ উভয় জাহাজকে একত্রে থাকার নির্দেশ দেয়।

রুক্ষ আবহাওয়া জাহাজ দুটিকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করতে প্রাথমিক ভাবে টো বাঁধতে অনেক বিঘ্ন ঘটায়।

অবশেষে সফলভাবে কার্যক্রমটি সম্পন্ন করতে সক্ষম হয়।

আর্কিপেইলাগোসের মতে, আগামী দিনগুলিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ভূমধ্যসাগরে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজের মুখোমুখি সংঘর্ষ

আরোও পড়ুন…

জাপানি সাবমেরিন ও বাল্ক ক্যারিয়ার সংঘর্ষে তিন নাবিক আহত

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

8 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

9 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

9 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

9 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

9 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

9 months ago