করোনায় মাস্ক পরা নিশ্চিত করতে আগামী সপ্তাহে নামছে ভ্রাম্যমাণ আদালত,প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
লাইট হাউজ ফাইল ফোটো

নিজস্ব সংবাদদাতা : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাজধানীতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আইন প্রয়োগের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমকে জোরদার করতে আহ্বান জানিয়েছে সরকার।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানী ঢাকাতে ভ্রামামাণ আদালত বা আইনশৃঙ্খলা রক্ষাকারিবাহিনী যাতে আরেকটু কড়াকড়ি আরোপ করে, এজন্য নির্দেশ দেয়া হয়েছে। আশা করি, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে দেখা (ভ্রাম্যমান আদালত পরিচালনা) যাবে।’

‘করোনাভাইরাস সংক্রমণ একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে। সেজন্য আরেকটু সতর্কতা নেয়ার জন্য বলা হয়েছে,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সরকারি বাসভবন গণভবন থেকে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করন।