প্রশান্ত মহাসাগরে MSC কন্টেইনার জাহাজে নাবিক হত্যা।

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২০


ডেস্ক রিপোর্ট: লাইবেরিয়া(Liberia) পতাকাবাহী MSC RAVENNA চীন থেকে লং বিচ – লস অ্যাঞ্জেলসে যাওয়ার পথে প্রশান্ত মহাসাগরে জাহাজটি চলাকালীন অবস্থায়,একজন ফিলিপিনো ক্রু জাহাজের অন্য আরেকজন ফিলিপিনো ক্রু কে আক্রমণ করেছিল,২০ শে সেপ্টেম্বর এ ঘটনাটি ঘটে,Los Angeles Daily News। তিনি তার প্রতিদ্বন্দ্বী কে ১৭ বার ছুরিআঘাত করে অসংখ্য ক্ষতবিক্ষত করেছিলেন। আঘাত পাওয়া ফিলিপিনো ক্রু’ ক্ষতবিক্ষত অবস্থায় মৃত্যু হয়। জাহাজের ক্যাপ্টেন আক্রমণকারীকে নাবিক কে আত্মসমর্পণের জন্য প্ররোচিত করে তাকে কেবিনে বন্দী করে এবং ২২ শে সেপ্টেম্বর জাহাজটি লং বিচ – লস অ্যাঞ্জেলসে পৌছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। ২৮শে সেপ্টেম্বর হত্যার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। অতঃপর ২৮শে সেপ্টেম্বর MSC RAVENNA জাহাজটি লস অ্যাঞ্জেলস থেকে যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।