রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে গেছে বাংলাদেশি জাহাজ

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

বাংলাদেশ পতাকাবাহী ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি এ মুহূর্তে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে আছে।
যে বন্দরে জাহাজটি আছে খুবই বিপদজনক চ্যানেল এবং সম্মুখসমরে রয়েছে।
উনত্রিশ বাংলাদেশী নাবিক নিয়ে জাহাজটি আটকে আছে।
চ্যানেলে ম্যাগনেটিক মাইন পুতে রাখা আছে বলে জানানো হয়েছে যেন রাশিয়ান যুদ্ধ জাহাজ না ঢুকতে পারে।
জাহাজে বর্তমানে যে পরিমাণ খাবার আছে তা দিয়ে তারা অন্তত ১০ থেকে ১৫ দিন টিকে থাকতে পারবেন। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে খাদ্যসঙ্কট ও হামলার শিকার হওয়ার শঙ্কায় রয়েছেন নাবিকরা।
নাবিকদের জীবনের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।