করোনা উপসর্গ নিয়ে নৌ প্রকৌশলী তাজুল ইসলামের মৃত্যু

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২০

নিজস্ব সংবাদদাতা: গত 11ই জুন বৃহস্পতিবার বিকেল বেলা থার্ড ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 33 বছর। তিনি কবির স্টিল এর মালিকানাধীন জাহাজগুলোতে ক্যাডেট শিপ সম্পন্ন করেন। পরবর্তীতে সমুদ্র পরিবহন অধিদপ্তর হতে ক্লাস থ্রি মেরিন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে, জাহাজে যোগদানের জন্য অপেক্ষামান ছিলেন। নৌ প্রকৌশলী তাজুল ইসলাম মেরিটাইম ইনস্টিটিউট সাইন্স এন্ড টেকনোলজি (MIST) এর থার্ড ব্যাচের ক্যাডেট ছিলেন। নৌ প্রকৌশলী জনাব তাজুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তিনি বেশ কিছুদিন যাবৎ জ্বর ও নিউমোনিয়া আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হসপিটালে ভর্তি করানো হয়, তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বর নিউমোনিয়া এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা নিয়ে মৃত্যুবরণ করেন। তাঁর লাশ গ্রামের বাড়ি চরভাগলে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুম জনাব তাজুল ইসলাম করোনা আক্রান্ত ছিলেন কিনা হাসপাতাল কর্তৃপক্ষ এখনো নিশ্চিত নন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুতে চাঁদপুরের ফরিদগঞ্জে এবং বাংলাদেশের মেরিন কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মরহুম জনাব তাজুল ইসলামরা দুই ভাই ছিলেন, 2018 সালে তার বড় ভাই ইন্তেকাল করেন। দুই বছরের মাথায় পরিবারকে শোক ভাসিয়ে তিনিও চলে গেলেন না ফেরার দেশে। জনাব তাজুল ইসলাম সদ্য বিবাহিত। তার বাবা দীর্ঘদিন ধরে কুয়েতে অবস্থান করছেন এবং  এখন তার মা আর তার স্ত্রী আছে। নৌ প্রকৌশলী তাজুল ইসলামের ব্যাচমেট, নৌ প্রকৌশলী মাসুদ কায়সার মরহুমের আত্মার মাগফেরাতের  জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।