মোংলা বন্দরে বিদেশী নাবিকের মৃত্যু

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

নিজস্ব সংবাদদাতা: বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে একটি বিদেশি পতাকাবাহী জাহাজের প্রধান প্রকৌশলী মৃত্যুবরণ করেছে। তার নাম ফ্যান হংজি (৪৩)। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন।


গতকাল বুধবার সন্ধ্যায় জাহাজেই কর্মরত অবস্থায় চীনা নাগরিক এই প্রকৌশলী মারা যান বলে জানা গেছে। তবে তাঁর করোনা উপসর্গ ছিল না বলে জানিয়েছেন শেখ ফকর উদ্দিন।
সিঙ্গাপুর পতাকাবাহী ‘এপিক সেন্ট কিটস’ জাহাজ প্রাকৃতিক গ্যাসের কাঁচামাল নিয়ে বুধবার বিকালে মোংলা বন্দরের বেসক্রিকের ২ নম্বর বয়ায় অবস্থান করছিল। ফ্যান হংজি ওই জাহাজে সাত মাস কর্মরত ছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছন, ফ্যান হংজির মরদেহ ডাক্তারি পরীক্ষা শেষে মোংলা থানায় ইউডি মামলা করা হবে। এরপরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে। সেখানে দাপ্তরিক কার্যক্রম শেষে লাশ তার দেশে পাঠানো হবে।