চার হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে জাহাজে আগুন

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

পর্তুগালের নৌবাহিনী ও বিমানবাহিনী জানায়, জাহাজটির ২২জন ক্রুকে সফলভাবে সরিয়ে আনা হয়েছে। তাদেরকে স্থানীয় একটি হোটেলে রাখা হয়েছে। জাহাজটিতে কোনও মানুষ নেই এবং ভাসমান অবস্থায় রয়েছে।

ভক্সওয়াগেনের যুক্তরাষ্ট্র অপারেশনের একটি অভ্যন্তরীণ ইমেইলে উল্লেখ করা হয়েছে, জাহাজটিতে ৩ হাজার ৯৬৫টি ভক্সওয়াগেন এজি গাড়ি ছিল।

এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাকের হউস্টন বন্দরগামী শতাধিক কার, যেগুলোর মডেল জিটিআই, গলফ আর ও আইডি.৪ ঝুঁকিতে রয়েছে।

পোর্শে’র এক মুখপাত্র জানান, কোম্পানির ধারণা জাহাজটিতে তাদের প্রায় ১১০০ গাড়ি ছিল। এই গাড়িগুলোর ক্রেতাদের সঙ্গে সংশ্লিষ্ট অটোমোবাইল ডিলারের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার শেষ রাতে জাহাজটির মালিক এটিকে টো করে নিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন।

সাগরে গাড়িবাহী জাহাজে আগুনের ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে গ্রান্ডে আমেরিকায় আগুন লাগলে তা ডুবে যায়। এতে ছিল ২ হাজারের বেশি অডি ও পোর্শের মতো বিলাসবহুল গাড়ি।