দুপুর পর্যন্ত ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ ‍বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সারাদেশের বৃষ্টিপাতের পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে।

সোমবার (১৪ আগস্ট) ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে এ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্ল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনরায়) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গত রবিবার রাতে আবহাওয়া অফিসের পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের অবস্থা পরিবর্তন হতে পারে। পাশাপাশি আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকায় ১০১ মি.মি.।