বিদেশি নাবিকদের দেশের অভ্যন্তরে ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

স্টাফ রিপোর্টার- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সুরক্ষা বিভাগ হইতে সিনিয়র সহকারি সচিব, মনিরা হক স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানানো হয়, সমুদ্রগামী জাহাজের পাইলট নাবিক এবং ক্রু গন next available flight না পাওয়া পর্যন্ত জাহাজ থাকে সাইন অন পূর্বক Visa on arrival নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। তাদেরকে জাহাজের ক্যাপ্টেন অথবা ইনচার্জ কর্তিক প্রদত্ত কোভিড-19 লক্ষণ মুক্ত মর্মে প্রয়োজনীয় স্বাস্থ্য সনদ বা ঘোষণাপত্র (ইংরেজিতে অনুবাদ কৃত সহ) এন্টি পোর্টের ইমিগ্রেশন কাউন্টারে প্রদর্শন করতে হবে এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শ ও নির্দেশনা জাহাজ মালিক অথবা এজেন্টের ব্যবস্থাপনায় 14 দিন কোয়ারান্টিনে থাকতে হবে। জাহাজে সাইন অনের নিমিত্তে বাংলাদেশে আগমনের ক্ষেত্রে ভ্রমণের 72 ঘন্টার মধ্যে ইস্যুকৃত কোভিড-১৯ মুক্ত স্বাস্থ্য সনদ ( ইংরেজি ভাষায় অনুবাদিত সহকারে) এন্টি পোর্টের ইমিগ্রেশন কাউন্টারে জমা দিতে হবে এবং দ্রুততম সময়ে জাহাজে সাইন অন করতে হবে। পাইলট নাবিক অথবা ক্রুগন সাইন অন বা সাইন অফ এর সময় কর্মস্থল থেকে হোটেল বা রেসিডেন্সি যাতায়াত ব্যতীত দেশের ভিতরে অন্য কোন স্থানে গমন করতে পারবেন না।