বে অফ বেঙ্গলের গভীর সমুদ্র থেকে তিন বাংলাদেশি নাবিক উদ্ধার।

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

নিজস্ব সংবাদদাতা : ২২শে অক্টোবর বৃহস্পতিবার প্যারাদীপ বন্দরের মেরিন রেসকিউ দল ৩ জন বাংলাদেশি নাবিককে বঙ্গপোসাগরের গভীর সমুদ্রে ডুবে যাওয়া থেকে উদ্ধার করে।প্যারাদীপ বন্দরে প্রবেশের জন্য বহির্নোঙ্গরে অপেক্ষামান মালটা পতাকাবাহি ওশান সেঞ্চুরির জাহাজের তিন নাবিক লাইফ বোটসহ সমুদ্রে পড়ে যায়। জাহাজটি লোহার গুঁড়া লোড করার জন্য প্যারাদীপ বন্দরে যায় বলে জানা যায়। জাহাজের তিন নাবিক লাইফ বোটসহ সমুদ্রে পড়ে যাওয়ার খবর পেয়ে, হারবার মাস্টার ক্যাপ্টেন এসি সাহুর নেতৃত্বে প্যারাদীপ বন্দর এর মেরিন রেসকিউ টিমটি ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে। গুরুতর বিপদে পড়ে যাওয়া ২য় প্রকৌশলী, তৃতীয় প্রকৌশলী এবং তড়িৎ প্রকৌশলীকে পারাদিপ পোর্ট ট্রাস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবস্থা স্থিতিশীল বলে জানায়। লাইফবোটটিও গভীর সমুদ্র থেকে প্যারাদীপ বন্দরের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়।