জার্মান কনটেইনার জাহাজে জলদস্যুদের হামলা এবং কনটেইনার লুটপাট

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :  জার্মান কনটেইনার জাহাজে জলদস্যুদের হামলা এবং কনটেইনার লুটপাট হওয়ার খবর পাওয়া যায়।

৬ই মার্চ সন্ধ্যায় ইকুয়েডরের গুয়াকিল উপসাগরে একটি জার্মান কনটেইনার জাহাজে জলদস্যুতার হামলার খবর দেয় ইকুয়েডরের বার্তা সংস্থা এক্সপ্রেসো।

জ্যামাইকা পতাকাবাহী কনটেইনার ফিডার প্যাকোরা গুয়াকিল ছেড়ে বাল্বোয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

যখন জাহাজটি গুয়াকিল উপসাগরের ৬৬ নাম্বার বয়য়া ক্রস করে পেরিয়ে যাচ্ছিল, ঐ সময় স্কটধারী রক্ষী বাহিনী জাহাজটিকে ছেড়ে চলে যায়।

ঠিক তখনই হঠাৎ সশস্ত্র জলদস্যুরা জাহাজটিতে আক্রমন করে এবং জাহাজে আরোহণ করে।

জলদস্যুরা প্রায় ৪০ মিনিটের জন্য প্যাকোরা কনটেইনার জাহাজটিতে অবস্থান করে। তারা ৯ টি কনটেইনার ভেঙে দেয়।

তাদের কার্যকলাপে সকলের ধারনা, জলদস্যুদের আগে থেকেই জানা ছিল যে কোন কোন কনটেইনার গুলো তারা খুলবে এবং পন্যসমুহ নিয়ে যাবে।

অপরদিকে তাদের কয়েকজন সঙ্গি জাহাজের bow এড়িয়ায় থাকা একজন নাবিক সদস্যের কাছ থেকে ফোন এবং রেডিও ছিয়ে নেয় এবং তাকে জিম্মি করে রাখে।

জলদস্যুরা লুট করা মালামাল দুটি ছোট ছোট বোটে লোড করে এবং ৫২ নাম্বার বয়য়ার কাছে এসে জার্মান কনটেইনার জাহাজ প্যাকোরাকে ছেড়ে দিয়ে তারা পালিয়ে যায়।

তবে প্যাকোরা জাহাজের ভ্রমণ অব্যাহত ছিল এবং জাহাজের সকল নাবিক সদস্যরাও নিরাপদ ছিল বলে বার্তা সংস্থাটি জানায়।

যখন জলদস্যুরা কনটেইনার গুলো ভাঙ্গছিল তখন ব্রিজ থেকে জাহাজের একজন নবিক সদস্য তাদের ভিডিও চিত্র ধারন করে এবং পরে ভিডিওটি এক্সপ্রেসো বার্তা সংস্থার কাছে ফরওয়ার্ড করে দেয়।

জানা যায় ৯৪০৪৮২১ আইএমও, ৮১২৪ ডিডাব্লিউটি’র প্যাকোরা কনটেইনার জাহাজটি ২০০৮ নির্মিত হয়।

জাহাজটি পরিচালনা করেন হ্যারেন ও পার্টনার শিপ এমজিএমটি-জিইউ (ইকোয়াসিস,এআইএস)।

জার্মান কনটেইনার জাহাজে জলদস্যুদের হামলা এবং কনটেইনার লুটপাট এর ঘটনায় তদন্ত চলছে।

আরোও পড়ুন…

সুলু সমুদ্রে বাংলাদেশী জাহাজে জলদস্যুতার চেষ্টা করায় রিক্যাপ এর সতর্কতা জারি