“RESPONDER” নামের কেবল লাইং জাহাজে ফায়ার ফাইটিং ড্রিল করার সময় আগুন লেগে ডুবে যায়

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

লাইট হাউজ ডেক্স: “RESPONDER” কেবল লাইং জাহাজটি ১২ সেপ্টেম্বর প্রায় ১২:৪০মি: সময়ে ডুবে যায়।
দীর্ঘ ১২ ঘন্টা ফায়ার ড্রিল পরে,সুশিমা দ্বীপের দক্ষিণে পশ্চিম দিক, পূর্ব চীন সমুদ্র, দক্ষিণ কোরিয়ায় এ ঘটনা ঘটে।


কথিত কারণ জাহাজটি ফায়ার ড্রিল সময় খুব বেশি পানি নিয়েছিল বলে জানা যায়। যদিও এর সঠিক তথ্য এখনও জানা যায় নি। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিশেষ সূএে জানা যায়,১১ সেপ্টেম্বর সময় ১১:৪০ মি: এর দিকে জাহাজের ১টি ক্যাবল বোর্ডে আগুনের সূত্রপাত হয়।

জাহাজের ক্রু এবং যাত্রী সহ সর্বমোট ৬০ জন সদস্য এই জাহাজ থেকে কাছাকাছি ছোট জাহাজে গিয়েছিল, যা তার সাথে যৌথ মহড়া করছিল। কোরিয়ান এস এ আর এবং সি জি জাহাজ ০৩:০০মি: সময় পর্যন্ত চেষ্টা করে করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের সূএপাত শনাক্ত করা যায়নি। “RESPONDER” কেবল লাইং জাহাজটি কোরিয়ান পতাকাযুক্ত ।