মাস্ক ছাড়া কাউকে বাসে উঠতে না দেয়ার পরামর্শ,যাত্রী ও হেল্পারকে সতর্ক;সচেতন পুলিশ

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
লাইট হাউজ ফাইল ফোটো

নিজস্ব সংবাদদাতা : একজন পুলিশ কর্মকর্তা তার সহযোগীদের নিয়ে রাজধানীর কোতয়ালী এলাকায় বিভিন্ন বাসে উঠে কোভিড-১৯ নিয়ে সচেতন করছেন।তিনি বাস পরিদর্শনের সময় দেখতে পায় বাসের মধ্যে অনেক যাত্রী মাস্ক ছাড়া যাতায়াত করছে।তিনি বলেন এতে অন্যান্য যাত্রী বা পথচারীর কোভিড-১৯ এর ঝুকি থাকে তাই আমাদের সকলকে সচেতন থাকা উচিৎ।যারা মাস্ক ছাড়া বাসে যাতায়াত করছে তিনি তাদেরকে মাস্ক বিতরন করেন এবং পাশাপাশি তিনি মাস্ক ছাড়া কাউকে বাসে উঠতে না দেয়ার জন্য অন্যান্য সচেতন যাত্রী ও বাসের হেল্পারকে পরামর্শ দেন।

লাইট হাউজ ফাইল ফোটো

তিনি আরো বলেন যে,দ্বিতীয় বার যদি কোন যাত্র্রীকে মাস্ক ছাড়া বাসে যাতায়াত করতে দেখা যায়,তবে তাদের সকলকে কোতয়ালী এলাকায় প্রবেশ করাতো দূরে থাক,উল্টো তাদেরকে নিজ নিজ বাড়ীর উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে বলে সতর্ক করেন।