সমুদ্রে ই নির্মাণ হতে যাচ্ছে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক স্পেস স্টেশন

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

সমুদ্র অনুসন্ধান এবং পরিবেশ সংরক্ষণের আইকন জ্যাকুয়েস কাস্টোস এর দৌহিত্র অ্যাকোয়ানাট ফ্যাবিয়েন কাস্টোস সমুদ্রে আন্তর্জাতিক স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা করছেন। কারচাও (কারচাও হল কিংডম অফ নেদারল্যান্ডসের একটি সাংবিধানিক দেশ, ডাচ ক্যারিবিয়ান দ্বীপ) উপকূলের ৬০ ফুট গভীরতায় তিনি বিশ্বের বৃহত্তম ডুবন্ত গবেষণাগার তৈরি করতে করবেন।

জ্যাকুয়েস কাস্টোস হলেন একজন ফরাসী নৌ কর্মকর্তা, সমুদ্র অনুসন্ধানী এবং পরিবেশ সংরক্ষক, চলচ্চিত্র নির্মাতা, উদ্ভাবক, বিজ্ঞানী, ফটোগ্রাফার, লেখক এবং গবেষক যিনি সমুদ্র তলে স্পেস স্টেশনের ধারণা নিয়ে সহ-পরিচালক হিসেবে ১৯৫৬ সালে ‘দ্য সাইলেন্ট ওয়ার্ল্ড’ নামে প্রথম,১৯৬৩ সালে ‘দ্য ওয়ার্ল্ড উইথআউট সান’ নামে নিজের পরিচালনায় দ্বিতীয় ডকোমেন্টারী ফিল্ম ( যা সেরা ডকুমেন্টারি ফিচার জন্য একাডেমি পুরষ্কার পেয়েছিল) এবং ১৯৭৬ সালে ‘ভয়েজ টু দ্য ইজ অব দ্য ওয়ার্ল্ড’ নামে তৃতীয় ডকোমেন্টারী ফিল্ম নির্মাণ করেন.
লেখক- ডঃ মুসলেম উদ্দিন মুন্না
চেয়ারম্যান, ওশানোগ্রাফি ডিপার্টমেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাতা- ব্লু গ্রীন ফাউন্ডেশন বাংলাদেশ