বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ”বিএনএস বিজয়‍‍” মেরামতে তুরস্কের সহায়তা

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

লাইট হাউস ডেস্কঃ বৈরুতের বিষ্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’ মেরামতে প্রয়োজনীয় সকল সহায়তা করছে বন্ধুপ্রতীম দেশ তুরস্ক। এ উপলক্ষ্যে তুরস্ক নৌবাহিনীর টাগ বোট এর সাহায্য নিয়ে প্রায় ৪৫০ মাইল সমুদ্রপথ অতিক্রম করে নৌবাহিনী জাহাজ বিজয় গত ৩০ আগস্ট তুরস্কের আকসাজ নেভাল ডকইয়ার্ডে পৌঁছায়।

নৌবাহিনী জাহাজ বিজয়ের হাল ও পানির তলদেশের ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ নিরুপন ও মেরামত করতে বিশেষ এ সহযোগীতার হাত বাড়িয়েছে তুরস্ক। জাতিসংঘের নির্দেশনা মোতাবেক এবং নৌ সদরের সার্বিক তত্ত্বাবধানে তুরস্কের নৌ ঘাঁটিতে বানৌজা বিজয়ের প্রয়োজনীয় মেরামতের কাজ পরিচালিত হবে।
এর আগে বৈরুত বন্দরে তুরস্ক নৌবাহিনীর ডুবুরি দল লেজার প্রযুক্তি ব্যবহার করে বিজয়’র এর পানির তলদেশের ক্ষতিগ্রস্ত অংশসমূহ নিরুপণ ও চিহ্নিত করে। মেরামত শেষে জাহাজটি আগামী ৭ সেপ্টেম্বর লেবাননের বৈরুতের উদ্দেশ্যে রওনা করবে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত থাকা অবস্থায় বিজয় গত ৪ আগস্ট রাজধানী বৈরুত বন্দরের বিস্ফোরণের কারনে ক্ষতিগ্রস্ত হয়। ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ২০১০ সাল থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে।
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ লেবাননের ভূ-খন্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করে চলেছে। পাশাপাশি নৌবাহিনীর জাহাজ লেবানীজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর গোয়েন্দা নজরদারী, দূর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানীজ নৌসদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ করে যাচ্ছে।