One death every 33 seconds in Corona!

করোনায় প্রতি ৩৩ সেকেন্ডে একজনের মৃত্যু !

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০
লাইট হাউজ ফাইল ফটো

নিজস্বসংবাদদাতা : করোনা মহামারীর সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখল যুক্তরাষ্ট্র ।গেল সপ্তাহে দেশটিতে কোভিড -১৯ এ প্রতি ৩৩ সেকেন্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন ।বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত হয়েছে এই বিপুল প্রাণহানি । গত সাত দিনে মারা গেছেন আঠারো হাজারেরও বেশি মানুষ ।এক সপ্তাহ আগের তুলনায় মৃত্যুর হার বেড়েছে ৬.৭ শতাংশ। এ বছর ছুটির মৌসুমে মার্কিন স্বাস্থ্যবিদদের জরুরী বহু মূল সতর্কতাও মানেনি বেশির ভাগ জনগণ ।শুক্র, শনি ও রবিবার এই তিন দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে নতুন করে পা রেখেছেন ৩২ লাখ মানুষ,  ফলে বড়দিন আর নতুন বছরের উৎসবের পর করোনা আরো প্রাণঘাতী রূপে দেখা দিতে পারে বলে আশঙ্কা জানায় প্রশাসন ।

করোনার নতুন ধরন ছড়াতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ইউরোপ জুড়ে ।এই অবস্থায় বৃটেনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইউরোপীয় ইউনিয়ন ।

এমনিতেই করোনার ভয়াবহতায় ভুগছে যুক্তরাজ্যসহ পুরা ইউরোপ, তারমধ্যে মরার উপর খারার ঘাও নিয়ে আসলো নতুন ধরনের কোভিড ভাইরাস ভিইউআই ২০২০ ১২/০১ ।যে ভাইরাস ক্ষণে ক্ষণে রূপ বদলাতে পারে এবং জন্ম দিতে পারে নতুন ভাইরাসের।নতুন ধরনের