ক্যাসাব্লাঙ্কায় কার ক্যারীয়ারে সশস্ত্র ডাকাতদের হামলায় নাবিকদের সাহসিকতার সাথে মোকাবেলা ও সফলতা অর্জন

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১
লাইট হাউজ ফাইল ফটো

মেরিটাইম ডেস্ক :  একটি কার ক্যারীয়ারের ইউক্রেন জাতীয়তার নাবিক সদস্যরা  সশস্ত্র ডাকাতদের সাথে সফলভাবে মোকাবেলা করে।

১লা জানুয়ারি ছুরি এবং ক্লাব দিয়ে সজ্জিত বেশ কয়েকজন অপরাধী, সিঙ্গাপুর পতাকাবাহী কার ক্যারীয়ার ভাইকিং ডায়ামন্ড জাহাজের বোর্ডে ছিটকে পড়ে। জাহাজটিতে ওডেসার ইউক্রেনীয় নাবিকরা সশস্ত্র ডাকাতদের সাথে মোকাবেলা করে এবং সফল হয়। মরক্কোর ক্যাসাব্ল্যাঙ্কা বন্দরে এ ঘটনা ঘটে।

জাহাজের নাবিক সদস্যরা আতঙ্কিত না হয়ে অপরাধীদের সাথে সাহসেরসহীত মোকাবেলা করেন এবং যা ছিল তা নিয়েই ডাকাতদের সাথে লড়াই করে।অতঃপর একপর্যায়ে ডাকাতরা জাহাজ থেকে পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে মরক্কো পুলিশ ও সামরিক বাহিনী এরই মধ্যে প্রতিক্রিয়া জানায় এবং ঘটনাস্থলে পৌঁছে তাদের বেশ কয়েকটিকে আটক করে।জাহাজের সকল নাবিক সদস্যরা নিরাপদ আছে বলে নিশ্চিত করেন। জাহাজটি ১লা জানুয়ারির প্রথম দিকে ক্যাসাব্ল্যাঙ্কায় পৌঁছেছিল এবং ২ই জানুয়ারী ছেড়ে চলে যায়।