A bomb weighing 250 kg found at the airport was destroyed in Tangail

টাঙ্গাইলে ধ্বংস করা হলো বিমানবন্দরে পাওয়া আড়াইশ’ কেজি ওজনের বোমা

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০
লাইট হাউজ ফাইল ফটো

নিজস্বসংবাদদাতা : বুধবার (9 ডিসেম্বর) সকাল ৯টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে ২৫০ কেজির একটি বোমা উদ্ধার করা  হয়েছিল। নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি  খোড়ার সময় পরিত্যক্ত এ বোমাটি পাওয়া যায় । পরে বিমানবাহিনীর  বোম ডিসপোজাল ইউনিট সেটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। প্রাথমিকভাবে ভিতরে সক্রিয় বিস্ফোরক আছে বলে নিশ্চিত ও করেছিল তারা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের রসুলপরে, বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে বোমাটি ধ্বংস করা হয়। এসময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তহিদুল  আহসান জানান, ধংস করার জন্য  বোমাটি কে রাখা হয়েছিল  টাংগাইলের  রসুলপুর ফায়ারিং স্ট্রেইজে ।তিনি আরো বলেন যে, বোমাটি বিস্ফোরিত হলে বেশ কয়েক  মিটার এলাকা  ক্ষতিগ্রস্ত হতে পারত।

বিশেষজ্ঞদের ধারণা অনুসারে  বিমানবন্দর পরিচালক বলেন, যুদ্ধ বিদ্রোহে এই ধরনের বোমা  অহরহ ব্যবহার করত শত্রুপক্ষ। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে  মুক্তিকামী জনতাকে হত্যা করার জন্যই এ ধরনের বোমা নিক্ষেপ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী

 

বর্তমানে বিমানবন্দর এলাকায় এ ধরণের আর কোন বোমা আছে কিনা, তা নিশ্চিত হতে নির্মানাধীন টার্মিনাল এলাকায় চলছে অনুসন্ধান।