প্রচণ্ড ঝড়ে জাহাজ থেকে ছিটকে পড়েছে 40 কন্টেইনার

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক- কন্টেইনারবাহী জাহাজ এমভি. এপিএল ইংল্যান্ড গত 24 শে মে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি থেকে দক্ষিণ-পূর্ব দিকে 40 নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার শিকার হয়। সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের কারণে জাহাজটির সাময়িকভাবে পাওয়ার বন্ধ হয়ে যায়। এ সময় প্রচন্ড ঝড় এবং ঢেউয়ের কারণে, কন্টেইনার বাধন ছিড়ে , চল্লিশটি কন্টেইনার ছিটকে সমুদ্রে পড়ে যায় এবং 70 টি কন্টেইনার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রে পড়ে যাওয়া চল্লিশটি কনটেইনারের মধ্যে কনস্ট্রাকশন মেটেরিয়াল, হেবি মেডিকেল ইকুইপমেন্ট, কৃষি যন্ত্রপাতি ছিল বলে জানা যায়। জাহাজটি চায়না সাংহাই থেকে মেলবোর্ন যাচ্ছিল, 25 মে জাহাজটি গন্তব্যে পৌঁছার কথা ছিল। দুর্ঘটনার পর জাহাজটি গন্তব্য পরিবর্তন করে Brisbane দিকে রওনা হয়। 25 শে মে 22:30 এ জাহাজটি তার নতুন গন্তব্যে পৌঁছার কথা। সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ টি 2001 সালে তৈরি, ধারণক্ষমতা-৫৫১০ TEU, আইএমও নাম্বার-৯২১৮৬৫০, জাহাজের ডেট্রয়েট- ৬৭৯৮৭।