প্রশান্ত মহাসাগরে ডাচ হেভী কার্গো জাহাজ থেকে ২০০ কিলো কোকেন জব্ধ

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
লাইট হাউজ ফাইল ফোটো

নিজস্ব সংবাদদাতা : মেক্সিকো পুলিশ এবং নৌবাহিনী ১২ই নভেম্বর নেদারলেন্ড পতাকাবাহী ডাচ হেভী কার্গো জাহাজ হেপী ডোভারের বোর্ডে প্রায় 200 কিলো কোকেইন আটক করে। প্রশান্ত মহাসাগরের উপকূলে মেক্সিকোর এনসেনদা বন্দরে পৌঁছানোর পরপরই অভিযানটি শুরু হয়। জাহাজটি ১২ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র (পাম বিচ) থেকে পানামা খাল হয়ে এবং একাধিক বিলাসবহুল ইয়টের কার্গো নিয়ে গল্ফিতো কোস্টারিকাতে এক দিনের কল করে এনসেনদা পৌঁছেছিল। কোকেইন সহ প্যাকেটগুলি জাহাজে লোডেডকৃত ইয়ট বা ইয়টের মধ্যে কোথাও লুকিয়ে থাকতে দেখা যায়। জাহাজ এবং জাহাজের নাবিক তদন্তের জন্য আটক করা হয়েছে,জাহাটির পরবর্তী কল শিডিউল অনুযায়ী লং বিচ ইউএসএ যাবে বলে জানা যায়। আশা করা যায়, জাহাজের নাবিক সন্দেহ থেকে মুক্ত হয়ে যাবে, কাউকে ফাঁসানো হবে না, অনির্দিষ্ট সময়ের জন্য কেবল আটকানো হবে।