Soylab Istanbul Marmara sea shore foam!

ফেনায় সয়লাব ইস্তাম্বুলের মর্মর সাগর তীর!

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুন ৭, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :  আঠালো এক জাতীয় ফেনায় সয়লাব ইস্তাম্বুলের মর্মর সাগর তীর । বিস্তির্ন এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এসব ফেনার কারণে সরিয়ে নেয়া হয়েছে পর্যটকদের, জারি করা হয়েছে সতর্কতা।

ইস্তানবুলের মর্ম সাগর তীর যেন রীতিমতো পরিণত হয়েছে ঘোলাটে ফেনায়, যতদূর চোখ যায় দেখা মেলে কফের মত  এই ফেনার।

গেল কয়েক দিন ধরেই এমন দৃশ্য দেখা মেলে ইস্তানবুলের বিভিন্ন এলাকা জুড়ে।

দুর্গন্ধযুক্ত এমন ফেনার কারণে সরিয়ে নেয়া হয়েছে পর্যটকদের এবং বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের পর্যটন কেন্দ্র।

পরিবেশবিদরা বলছেন, অতিরিক্ত দূষণের কারণে এমনটি হয়েছে। মানববর্জ্য এবং কারখানার রাসায়নিক সাগরের পানিতে মিশে এমনটা হয়ে থাকতে পারে বলে জানান তারা।

শ্লেষক  ও কফের মত সব ফেনার কারণে ভয়ঙ্কর ঝুঁকিতে মর্মর সাগরের জীববৈচিত্র্য। একটি মানব দেহের জন্য কতটুকু ক্ষতিকর তা খতিয়ে দেখা হচ্ছে।

পুরো এলাকায় জারি করা হয়েছে সর্তকতা এবং এসব ফেনা পরিষ্কারে প্রশাসন কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।

তিনি বলেন, দূষণ কতটা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে তার প্রমান উপকূলজুড়ে এই ফেনা। গোল্ডেন হর্ন থেকে এই ফেনা পরিষ্কার করা সম্ভব হয়েছে।

তবে মর্মর সাগর পাড়ে এই কফ জাতীয় ফেনা ছড়ানোই বেশি দুশ্চিন্তা বলে মনে করেন তিনি।

কৃষ্ণ সাগরে বিস্তীর্ণ এলাকায় ছাড়ানোর পরেই মর্মর সাগর এসেছে এই ফেনা সন্দেহ করছেন তারা।

প্রশ্ন উঠেছে হঠাৎ করে কেন এত বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এমন ফেনা।

দূষণের পাশাপাশি তাপমাত্রা বেড়ে যাওয়াই এর কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

তুরস্কের পরিবেশবিদ লেডেস্ত আর্তুজ বলেন, যখন থেকে সাগর দূষণের কবলে পড়েছে তখন থেকেই কফের মত এই ফেনাগুলো আছে।

একদিকে রাসায়নিক বর্জ্য যেমন পানির সাথে মিশেছে অন্যদিকে সম্প্রতি তাপমাত্রাও বেড়েছে আবহাওয়ায়।

তাই এই ধরনের কফের মত ফেনা বেড়ে গিয়ে ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়।

তুরস্কের মৎস্যসম্পদের বড় একটি অংশ আসে এই সমুদ্র উপকূলীয় এলাকা থেকে। এর পাশাপাশি পর্যটন স্পট হিসেবেও বেশ জনপ্রিয় এলাকাটি।

তাই ফেনায় সয়লাব ইস্তাম্বুলের মর্মর সাগর তীর এলাকাজুড়ে এই পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে প্রায় ৩০০ টি’র মত দল।

আরোও পড়ুন…

দু’শরও বেশি যাত্রী সহ ইন্দোনেশিয়ান পেসেঞ্জার জাহাজে আগুন