বিপজ্জনক মুহূর্তে চীনা কার্গো জাহাজ থেকে ১১ জন নাবিক উদ্ধার

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

নিজস্ব সংবাদদাতা: চীনা পতাকাবাহী ZHONG JIN 51 কার্গো জাহাজটি শিডাও বন্দর থেকে ৫১০০ টন ইস্পাত লোড করে।অতঃপর জাহাজটি,৯ই অক্টোবর বিকেলে শিডাও বন্দর থেকে কোয়ানজু যাওয়ার উদ্দেশ্য রওয়ানা করে,জাহাজটি উত্তর তাইওয়ান স্ট্রেইটের ফুঝো প্রদেশের জলাশয়ে চলাকালীন অবস্থায় হঠাৎ অগভীর জলে আটকে যায় এবং বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়।জাহাজটি যে কোনও মুহূর্তে ডুবে যেতে পারে বলে,ভয় পেয়ে জাহজের ক্যাপ্টেন সাহায্যের অনুরোধ জানায়।অতঃপর স্থানিয় উদ্ধারকারী জাহাজ তাদের অনুরোধে সাড়া দেয় ও জরুরী অবস্থায় ZHONG JIN 51 কার্গো জাহাজের ক্যাপ্টেন সহ মোট ১১ জন নবিককে উদ্ধার করে এবং নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ZHONG JIN 51 জাহাজের অবস্থা ও স্থিতি সম্পর্কে এখনও কোনও সংবাদ পাওয়া যায়নি।