বেনিন উপকূলে কেমিক্যাল ট্যাঙ্কার থেকে 13 জন নাবিক অপহরণ

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

স্টাফ রিপোর্টার: 2007-সালে নির্মিত 11,300 টন কেমিক্যাল ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংকার জাহাজ MT. Curacao Trader এর উপর পশ্চিম আফ্রিকার বেনিন উপকূলে জলদস্যু  17 জুলাই আক্রমণ করে। জলদস্যুরা জাহাজ থেকে 13 জন নাবিক জিম্মি করে নিয়ে যায়।

শীপ ম্যানেজার অ্যালিসন ম্যানেজমেন্টের ভাষ্যমতে , জাহাজে থাকা 19 জন ইউক্রেনিয়ান এবং রাশিয়ার নাবিক ছিল। এদের মধ্য থেকে 13 জন নাবিককে জলদস্যুরা জিম্মি করে নিয়ে যায়। জলদস্যু হামলার পর 6 জন নাবিক নিয়ে জাহাজটি বিকল হয়ে পড়ে এবং বেনিন উপকূলে ভাসতে থাকে। বেনিন উপকূলে থাকা আরেকটি জাহাজ Frio Chikuma MT. Curacao Trader কে সহযোগিতার জন্য এগিয়ে আসে। Frio Chikuma জাহাজের নাবিকদের সহযোগিতায় MT. Curacao Trader টি নিরাপদ গন্তব্যের দিকে রওনা হয়।
অ্যালিসন ম্যানেজমেন্ট এর এক বার্তাতে বলেন, যত তাড়াতাড়ি এবং যেকোন মূল্যে জিম্মি হওয়া নাবিকদের ফিরিয়ে আনা হবে, নাবিকদের ফিরিয়ে আনতে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কয়েকদফা বৈঠক হয়েছে।

শিপ রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্য দেখায় যে জাহাজটি ইউকে মালিক লোমার শিপিংয়ের মালিকানাধীন।