Meghna Group of Bangladesh has launched two bulk carrier ships of international standard

আন্তর্জাতিক মানের দুইটি বাল্ক ক্যারিয়ার জাহাজ চালু করেছে বাংলাদেশের মেঘনা গ্রুপ

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :   আন্তর্জাতিক মানের দুইটি বাল্ক ক্যারিয়ার জাহাজ চালু করেছে বাংলাদেশের মেঘনা গ্রুপ ।বন্দর থেকে বন্দরে পণ্য পরিবহনের জন্য নতুন দুটি বড় জাহাজ সাগরে ভাসিয়েছে মেঘনা গ্রুপ।

নিবন্ধনের পর জাহাজ দুটিতে যুক্ত হয়েছে বাংলাদেশি পতাকা। মেঘনা গ্রুপের এই নতুন দুটি জাহাজ সহ বাংলাদেশের পতাকাযুক্ত সমুদ্রগামী জাহাজের সংখ্যা বেড়ে ৬৩টিতে উন্নীত হয়েছে।

২০১৯ সালে তৈরি নতুন জাহাজ দুটি বুধবার ১০ই মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রি খালেদ মাহামুদ চৌধুরী।

দেশের সবচেয়ে বড় মেঘনা প্রিন্সেসমেঘনা এডভেঞ্চার জাহাজ দুটি একসঙ্গে ৬২ হাজার টন পণ্য পরিবহন করতে সক্ষম।

আর এ নিয়ে মেঘনা গ্রুপের বহরে সমুদ্রগামী জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ এ।

প্রতিষ্ঠানটি আরও চারটি সমুদ্রগামী বড় জাহাজ তৈরির কার্যাদেশ দিয়েছে।

সব মিলিয়ে ছয়টি জাহাজে প্রতিষ্ঠানটি প্রায় ১৬ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩৬০ কোটি টাকা বিনিয়োগ করছে।

বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী বলেন, জাহাজের মালিকানা ও পরিচালনায় বেসরকারি উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা বাড়ালে এই খাতে অনেকে এগিয়ে আসবে।

উদ্যোক্তারা জানান, বেসরকারি খাতে দেশীয় পতাকাবাহী জাহাজ মালিকানা ও পরিচালনা ব্যবসায় প্রথম যুক্ত হয়েছিল অ্যাটলাস শিপিং লাইনস লিমিটেড।

এরপর এ তালিকায় যুক্ত হয় সমুদ্রযাত্রা শিপিং, অ্যাকুয়াটিক শিপিং, বেঙ্গল শিপিং, কিউসি, এইচআরসি ইত্যাদি প্রতিষ্ঠান।

জাহাজ পরিচালনা ব্যবসায় যারা পথ দেখিয়েছে তাদের মধ্যে কেউই এখন এ ব্যবসায় নেই।

দেশের তিনটি সমুদ্র বন্দর

তিনটি সমুদ্রবন্দরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বছরে সাড়ে ১০ কোটি টনের বেশি আমদানি-রপ্তানি পণ্য পরিবহন হয় সমুদ্রপথে।

এই পণ্যের খুব সামান্য অংশই দেশীয় পতাকাবাহী জাহাজে পরিবহন হয়।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০১৯-২০ অর্থবছরে সমুদ্রপথে পণ্য আমদানি বাবদ ব্যয় হয়েছে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার বা ২৪ হাজার ৩৫৯ কোটি টাকা।

তবে জাহাজমালিকদের সংগঠন ‘বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশন’–এর হিসাবে সব মিলিয়ে সমুদ্রপথে পণ্য পরিবহন বাবদ ব্যয় ৮ বিলিয়ন ডলারের কম হবে না।

এর মাত্র ৩০০ মিলিয়ন ডলার বা পৌনে ৪ শতাংশ দেশীয় পতাকাবাহী জাহাজের।

আন্তর্জাতিক মানের দুইটি বাল্ক ক্যারিয়ার জাহাজ চালু করেছে বাংলাদেশের মেঘনা গ্রুপ ।

আরোও পড়ুন…

বিশ্ব সামুদ্রিক ইতিহাসে এই প্রথম সমস্ত মহিলা অফিসার দ্বারা জাহাজ চলাচল করবে