কৃষ্ণ সাগরে কার্গো জাহাজ ডুবিতে ২জনের মৃত্যু ও ১জন নিখোজ

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক : কৃষ্ণ সাগরে ঝড়ের কবলে পড়ে কার্গো জাহাজ ডুবিতে ২জনের মৃত্যু ও ১জন নিখোজ  হওয়ার খবর পাওয়া যায়।

১১ই মার্চ বৃহস্পতিবার সকাল ভোরে কোমোরোস পতাকাবাহী Volgo Balt 179 রাশিয়ান কার্গো জাহাজটি রোমানিয়ার কৃষ্ণ সাগরে ডুবে যায়।

এ দূর্ঘটনায় দু’জন নাবিক মারা যায় এবং দশজনকে উদ্ধার করা হয় বলে জানায় রোমানিয়া কতৃপক্ষ।

রোমানিয়ার জিএসপি অফশোর সার্ভিস কম্পানী জানায় যে, তার কম্পানীর পানামা পতাকাবাহী জিএসপি ফ্যালকন অফশোর জাহাজটি স্থানীয় সময় সকাল ভোর ৪টা ৪০ মিনিটে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে একটি বিপদজনক কল পায়।

কার্গো জাহাজটি ডুবে গেছে বলে শেষ আরেকটি বার্তা পাঠায় অফশোর জাহাজটিতে

পরবর্তীতে জিএসপি অফশোর জাহাজ কতৃপক্ষ ভোলগো বাল্ট ১৭৯ জাহাজটি ডুবে যায় বলে নিশ্চিত করেন।

কল পর তাৎক্ষনাত জিএসপি ফ্যালকন অফশোর জাহাজটি ঘটনা স্থলের উদ্দেশ্যে যাত্রা করেন এবং অবশেষে তারা সেখানে পৌছায়।

সেখানে বিশাল ঢেউ এবং রুক্ষ আবহাওয়ার মধ্যেই উদ্ধার কার্যক্রম শুরু করে।

রোমানিয়ান সংস্থা জানায় যে, ডুবে যাওয়া জাহাজের ১৩ জন নাবিকের মধ্যে ১২ জন পুরুষ এবং একজন ছিল মহিলা। তারা সকলেই ইউক্রেনীয় জাতীয়তার নাবিক।

এদের মধ্যে ১০ জন নাবিককে উদ্ধার করা হয় এবং দু’জন মারা যায় আরেকজন নিখোজ রয়েছেন বলে জানায় উদ্ধারকারীরা।

উদ্ধারকৃত নাবিক সদস্যরা জিএসপি ফ্যালকনে নিরাপদে আছে বলে নিশ্চিত করেন এবং নিখোজ নাবিকের অনুসন্ধান কাজ অব্যাহত রয়েছে বলেও জানান তারা।

রোমানিয়ার কন্সটান্টা বন্দরে আসার পথে কৃষ্ণ সাগরে উপকূল থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে  কার্গো জাহাজ ডুবিতে ২জনের মৃত্যু ও ১জন নিখোজ হয় বলে জানা যায়।

ধারনা করা হচ্ছে খুবই তীব্র ঝড়ের কবলে পড়ে জাহাজটি এমন দূর্ঘটার শিকার হয়।

জিএসপি অফশোর জহাজটি জানায়, উদ্ধার হওয়া দশ জন নবিক সদস্যদের জিএসপি ফ্যালকন জাহাজে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় যত্ন নিচ্ছেন তারা।

উদ্ধারকাজ শেষে তারা উদ্ধারকৃত নাবিকদের কন্সটান্টা বন্দরে নিয়ে যাবে।

 উদ্ধার অভিযানের ভিডিও চিত্র:

 

আরোও পড়ুন…

আটলান্টিক মহাসাগরে নিশ্চিত মৃত্য থেকে উদ্ধার হলেন ৩১ নাবিক