MSC container ship catches fire in Indian Ocean; one sailor is missing

ভারত মহাসাগরে MSC কনটেইনার জাহাজে আগুন;এক নাবিক নিখোঁজ

প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :   ভারত মহাসাগরে ভ্রমণরত অবস্থায় লাইবেরিয়া পতাকাবাহী MSC মেসিনা কনটেইনার জাহাজে আগুন লাগে এবং এক জন নাবিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

দূর্ঘটনার সময় জাহাজ কর্মকর্তারা রিপোর্টে করেন যে, জাহাজের ইঞ্জিন রুমে আগুনের সৃষ্টি হয়েছে, যার ফলে জাহাজটি ডিজেবল হয়ে গেছে এবং একজন নাবিক সদস্যও নিখোঁজ রয়েছে।

এই দুর্ঘটনাটি শ্রীলঙ্কান সার্চ অ্যান্ড রেসকিউ জোনের মধ্যে হয়। তবে, রিপোর্টের প্রেক্ষিতে ভারতীয় কোস্টগার্ড জাহাজটিকে সহায়তা প্রদান করতে সাড়া দেয়।

অতঃপর আন্দামান ও নিকোবর দ্বীপের ভারতীয় ভূখণ্ডের দক্ষিণ আন্দামান দ্বীপের পোর্ট ব্লেয়ারে অবস্থিত মেরিটাইম রেস্কিউ এন্ড কো-অর্ডিনেশন সেন্টার (এম.আর.সি.সি) এই প্রচেষ্টা চালায়।

পাশাপাশি ইন্ডিয়ান কোস্ট গার্ড তাদের জাহাজ এবং বিমান মোতায়েন করেন।

জাহাজটি ২৪ শে জুন পোট ব্লেয়ার থেকে ৪২৫ নটিক্যাল মাইল দূর, শ্রীলংকা এবং মালাক্কা স্ট্রেইট এর মাঝামাঝি অবস্থান থেকে আগুন লাগার রিপোর্টটি করেন বলে জানায় ইন্ডিয়ান কোস্ট গার্ড।

ইন্ডিয়ান কোস্ট গার্ড জানায়,  জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিল। যার মধ্যে একজন নিখোঁজ রয়েছে তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে এবং  নিখোঁজ ব্যাক্তির অনুসন্ধান অব্যহত আছে।

জাহাজটি ২৩ শে জুন আনলোডেড অবস্থায় কলম্বো  থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রাকালীন সময় এই দুর্ঘটনাটি ঘটে।

তারা আরো বলেন যে,  দুর্ঘটনাকবলিত জাহাজটিকে প্রয়োজনমতো  সহায়তা করতে এম.এস.সির ১৬৬,০০০ ডিডব্লিউটি একটি বৃহৎ কনটেইনার জাহাজ এই অঞ্চলে স্ট্যান্ডবাই আছেন।

এদিকে শ্রীলঙ্কান নৌ-বাহিনী জানায় যে, পরিস্থিতি সম্পর্কে তারাও অবহিত ছিল এবং রিপোর্টগুলি পর্যবেক্ষণও করেন।

তবে শ্রীলংকান নৌ-বাহিনীর পক্ষ থেকে কোন জাহাজ ঘটনাস্থলে প্রেরণ করা হয়নি।

তারা বলেন, ভারতের সঙ্গে তাদের পারস্পরিক সমর্থন চুক্তি রয়েছে।

যার জন্য কলম্বোতে ঘটে যাওয়া এক্স-প্রেস পার্ল ট্যাঙ্কার জাহাজে আগুন দুর্ঘটনার সময় শ্রীলঙ্কাকে সহায়তা করেছিল।

তাই ভারতীয় কোস্টগার্ড এই অপারেশনটি সম্পন্ন করেন।

ভারত মহাসাগরে MSC কনটেইনার জাহাজে আগুন এক নাবিক নিখোঁজ

আরোও পড়ুন…

বঙ্গোপসাগরে কনটেইনার জাহাজের ট্যাঙ্ক ফেটে অয়েল স্পিলেজ