A terrible fire broke out on a passenger ship in the Indonesian port of Sorong

ইন্দোনেশিয়ার সোরং বন্দরে পেসেন্জার জাহাজে ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :   ইন্দোনেশিয়ার সোরং বন্দরে পেসেন্জার জাহাজে ভয়াবহ অগ্নিকান্ড  ।

৭ই মার্চ স্থানীয় সময় সন্ধ্যা ৬:৪০ মিনিটে FAJAR BARU-8 নামের একটি যাত্রীবাহী জাহাজে আগুন ধরে বলে জানা যায়।

পূর্ব ইন্দোনেশিয়ায় পশ্চিম পাপুয়ার সোরং সিটির পিপলস বন্দর অঞ্চলে নোঙ্গর করা অবস্থায় জাহাজটি এমন দূর্ঘটনার শিকার হয়।

জাহাজে থাকা সমস্ত যাত্রী, নাবিক এবং বন্দরের দর্শনার্থীরা নিজেকে বাঁচাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

ঐ সময় বন্দরের ডকে বেশ কয়েকটি জাহাজ বার্থেড করা ছিল। তাৎক্ষনাত ঐ  সকল জাহাজগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এই দূর্ঘটনার সংবাদ পেয়ে দমকলকর্মীরা ৬:৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাৎক্ষনাত আগুন নিভানোর চেষ্টা করেন।

জাহাজটির মুরিং নাবিকরা বেশ কয়েকবার টেনে ধরে যাতে জাহাজের সমস্ত অংশে ব্ল্যাকআউট প্রচেষ্টা চালাতে পারে।

সোরং বন্দর কর্তৃপক্ষ এবং হারবারমাস্টার অফিসের (কেএসওপি) একটি অন্তর্বর্তীকালীন তদন্তের মাধ্যেমে জানা যায় যে, জাহাজের পিছনের ডেক থেকে আগুনের সৃষ্টি হয়।

যাত্রীদের পান করে ফেলে দেয়া সিগারেটের বাট থেকে ইন্দোনেশিয়ার সোরং বন্দরে পেসেন্জার জাহাজে এই ভয়াবহ অগ্নিকান্ড হয় বলে মনে করছেন তদন্তকারীরা।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কিছুক্ষন আগে ওয়াইসাই, রাজা আমপাট থেকে আসা যাত্রীবাহী জাহাজটির ১১ জন নাবিক সদস্য সহ ১৩৮ জন যাত্রীকে নিরাপদ ঘোষণা করেন কতৃপক্ষ।

জাহাজের পুরো বডি আগুনে পুড়ে গেছে। তদন্তকারীরা জাহাজের ক্যাপ্টেন পেট্রাস বুকারাকোম্বাং এবং তার নাবিকদের এখনও কেএসওপি অফিসে জিজ্ঞাসাবাদ করছেন।

আরোও পড়ুন…

যুক্তরাষ্ট্রের টাকোমা বন্দরে ফিশ প্রসেসিং জাহাজে ভয়াবহ অগ্নিকান্ড