চীন সাগরে নাবিকের ঈদ আনন্দ

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

স্টাফ রিপোর্টার- নাবিক বা জাহাজী তারা ভেসে চলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, পৃথিবীর অর্থনীতিকে সচল রাখতে তাদের ভূমিকাই সবার আগে। তারা জাহাজে ভাসতে-ভাসতে কাটিয়ে দেয় অর্ধ বছর। কূল নাই কিনারা নাই নেই কোন সবুজের ছোঁয়া। তারপরেও নাবিক ভেসে চলে তার আপন গন্তব্যে। নাবিক কখনো ক্লান্ত হয় না, ক্লান্ত হয় নাবিকের কাজ। তাদের এক কাজ শেষ করে তারা অন্য কাজ ধরে। পৃথিবীর অর্থনীতিকে সচল রাখতে তারা দৈনিক 12 থেকে 14 ঘণ্টা নিরলস পরিশ্রম। নিজের শখ-আহ্লাদ গুলোকে বিসর্জন দেয় সমুদ্রের পানিতে নিজের পরিবারকে ভালো রাখতে, নিজের দেশকে ভালো রাখতে, পৃথিবীর অর্থনীতিতে চালু রাখতে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য বছরে দুটি ঈদ, একটি ঈদুল ফিতর অন্যটি ঈদুল আযহা। করোনা ভাইরাসের কারণে এবার অনেক নাবিক তার পরিবারের সাথে ঈদ করতে পারেনি, অনেক নাবিকের ই প্লান থাকে যে ঈদের আগে সাইন অফ করার, কিন্তু বিধিবাম। যারা এবার অন বোর্ডে ছিলেন নিজেদের মধ্যেই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিয়েছেন যা নাবিকরা তো সবসময়ই করে আসছে। কয়জনই বা এই নাবিকদের খবর রাখে, এ আর নতুন কি নাবিক এর জন্য। তারা সব সময় বিসর্জন দেয়,তারা সব সময়ই ত্যাগ করে, পরিবারের স্বচ্ছলতার জন্য, দেশের অর্থনীতির জন্য আর পৃথিবীর অর্থনীতি চলমান রাখতে। এবারের ঈদের এমভি. নাফিসা জাহান জাহাজের চিফ অফিসার আতিক উল্লাহ খানের এর সহযোগিতায় নাবিকদের দূর সমুদ্রে ভেসে ভেসে ঈদ আনন্দের প্রতিচ্ছবি আমরা দেখাতে পাচ্ছি। এজন্য ঈদ আনন্দ নয় যেন ভালোবাসার এক বহিঃপ্রকাশ দূর সমুদ্র থেকে, কাছের মানুষগুলোকে না পাওয়ার বেদনা। ভালো থাকবেন আপনারা নির্ভীক সমুদ্রচারী, আপনাদের হাতেই ঘুরে পৃথিবীর অর্থনীতি।

https://m.facebook.com/story.php?story_fbid=143903313878609&id=106687647600176