তেল ট্যাংকার এবং নাবিকদের হুমকি দেয়ার প্রতিবাদ করল ইরান

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

স্টাফ রিপোর্টার- ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ভেনিজুয়েলায় যাওয়া তেল ট্যাংকার এবং নাবিকদের বিরুদ্ধে আমেরিকা যে হুমকি দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং নাবিকদের জীবন বিপদাপন্ন হতে পারে না। ইরানের বন্দর এবং সমুদ্র সংস্থার মহাপরিচালক মোহাম্মদ রাশেদ অনলাইন ভিডিও কলে আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাপরিচালক কিতাক লিমকে এসব কথা বলেন।

তিনি বলেন, আমেরিকা যে হুমকি-ধমকি দিচ্ছে তা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। মোহাম্মদ রাস্তাদ আন্তর্জাতিক সমুদ্র সংস্থার প্রধানকে অনুরোধ করেন যে, তিনি যেন মার্কিন কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন- ওয়াশিংটনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি চরম অসম্মান।

রাস্তাদ বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে যেখানে সারা বিশ্বে ব্যবসা-বাণিজ্য সহজ করার কথা বলা হয়েছে সেখানে ইরানের ওপর চাপ প্রয়োগের নীতি অব্যাহত রয়েছে। আমেরিকার বর্তমান অবস্থান আন্তর্জাতিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

ভেনিজুয়েলায় যাওয়া তেল ট্যাংকারগুলোকে তেল ও প্রয়োজনীয় রসদ সরবরাহ না করতে বিভিন্ন সরকারের কাছে বার্তা পাঠিয়েছে আমেরিকা।