A sailor on a tanker ship has been stabbed to death in Taiwan's East China Sea

তাইওয়ানের পূর্ব চীন সাগরে ট্যাঙ্কার জাহাজের একজন নাবিকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
লাইট হাউজ ফাইল ফটো

মেরিটাইম ডেস্ক : কুক আইলেন্ড পতাকাবাহী অয়েল ট্যাঙ্কার নিউ প্রগ্রেস জাহাজে এক জন নাবিক সদস্যকে হত্যা করা হয় বলে জানা যায়।

তাইওয়ানের একটি ইংলিশ নিউজ জানায়, ১লা জানুয়ারী পূর্ব চীন সাগরের উত্তর তাইওয়ানের কেলুং-এ নিউ প্রগ্রেস জাহাজটি চলাকালীন অবস্থায় মায়ানমার জাতীয়তার এক নাবিক সদস্য মারা যায়। মারামারির সময় তাকে আর একজন নাবিক সদস্য বুকে ও পেটে দু’বার ছুরিকাঘাতে আহত করে।

২৭ বছর বয়সী মায়ানমার নাগরিকত্বের আহত নাবিককে গুরুতর অবস্থায় হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, হাসপাতালে পৌছানোর আগেই তাকে মৃত ঘোষণা করা হয়।

সূত্রে জানা যায়, জাহাজের দুই জন নাবিকের মধ্যে ঝগড়া অতঃপর একপর্যায়ে মারামারির সৃস্টি হয়। কিন্তু মারামারির কারন এখনও সুস্পষ্ট নয়।

নিউ প্রগ্রেস ট্যাঙ্কার জাহাজটি ১লা জানুয়ারী শুক্রুবার দিনের শেষের দিকে কেলুং পৌঁছায়। পরে তাইওয়ান সিজি ঐ জাহাজের অপরাধী নাবিককে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যায়। তার বিরুদ্ধে হত্যার তদন্ত চলছে।