দক্ষিণ আটলান্টিক মহাসাগরে গবেষণাকারী জাহাজ ডুবি এবং ৬২ জন নাবিকের জাহাজ পরিত্যাগ

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০

নিজস্ব সংবাদদাতা: বেলিজ পতাকাবাহী গবেষণা জাহাজ GEO SEARCHER ডুবে যাওয়ার খবর পাওয়া যায়।১৫ই অক্টবোর স্থানীয় সময় প্রায় ১০:৩০মিঃ এ ত্রিস্তান দা কুনহার উপনিবেশ,দক্ষিণ আটলান্টিক মহাসাগরের আগ্নেয় দ্বীপ থেকে গোগ দ্বীপের উত্তর উপকূল হতে প্রায় এক মাইল মাইল দূরে জাহাজটি ডুবে যায়ওয়ার ঘটনা ঘটে এবং ৬২ জন নাবিক কর্মীরা জাহাজটি পরিত্যাগ করে বলে জানা যায়।খবরটি জাহাজের ট্র্যাক অনুযায়ী বিচার করা হয়।GEO SEARCHER জাহাজটি দ্বীপের জলের বিষয়ে কিছু গবেষণায় লিপ্ত ছিল বলে যানা যায়।৬২ জন নাবিকের বর্তমান অবস্থা এখনও জানা যায়নি। আশা করি, সকল নাবিক এবং কর্মী তীরে পৌঁছাতে সক্ষম হয়েছেন।