দক্ষিণ চীন সাগরে বালুবাহী জাহাজ ডুবি, ২জন নিহত ও ৪জন নিখোঁজ

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

নিজস্ব সংবাদদাতা: ১৩ই অক্টোবর বেইজিং সময় ১৮:০০ মিঃ চীনা পতাকাবাহী SHUNAN 66 বালুবহনকারী জাহাজ দক্ষিণ চীন হেইনান স্ট্রিটে বিপজ্জনক অবস্থার সম্মুখীন হয় ও কাত হয়ে উল্টে যাওয়ার সংকেত দেয় এবং জাহাজের ক্যাপ্টেন সাহায্যের জন্য অনুরোধ করে। এ অঞ্চলের অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ এবং অন্যান্য জাহাজগুলি প্রতিক্রিয়া জানায়।SHUNAN 66 জাহাজটি বিপজ্জনক সংকেত জারি করার পরে অল্প কিছুক্ষনের মধ্যে অতি দ্রুত ডুবে যায়। জাহাজটিতে মোট ১০জন নাবিক ছিল,তাদের মধ্যে ৪ জন লাইফবোটে উঠতে সক্ষম হয় এবং উদ্ধারকারী জাহাজ পরে এই ৪ জনকে নিরাপদ স্থানে নিয়ে যায়।বাকি ৬ জন নিখোঁজ ছিল,তাদের মধ্যে দু’জনকে পানি থেকে উদ্ধার করা হয়, দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়, দু’জনই SHUNAN 66 এর নাবিক সদস্য হিসাবে চিহ্নিত। আর বাকি ৪ জন নাবিক এখনও নিখোঁজ।অনুসন্ধান অভিযান চলছে।