দুর্ঘটনার শিকার এমভি. খনক

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মে ২১, ২০২০



নিজস্ব সংবাদদাতা- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চ্যানেল খননকারী জাহাজ এমভি. খনক‌ আজ 11 টা 30 মিনিটের সময় দুর্ঘটনার শিকার হয়। সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্ফান এর কারণে চট্টগ্রাম বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত ছিল। সিগন্যাল চলাকালীন আবস্থায় পোর্ট জেটিতে নিরাপদে মুরিং করা ছিল খননকারী জাহাজ এমভি খনক। আজ অদ্য বেলা ১১:৩০ মিনিটের সময় মহাবিপদ সংকেত শিথিল হওয়ার পর পোর্ট জেটি হতে বাংলাবাজার বয়াতে মুরিং এর উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে জোয়ারে মধ্যে জাহাজ maneuvering এর সময় কোস্টাল জাহাজ এমভি. ইষ্ট প্যাসিফিক জাহাজের সাথে সংঘর্ষ হয়, এতে উভয় জাহাজ ক্ষতিগস্থ হয়, এমভি. খনক জাহাজের ক্ষতির পরিমান বেশি। এই সংঘর্ষে কর্ণফুলী চ্যানেলে খনক জাহাজটি ডুবার উপক্রম হয়, এমত অবস্থায় জাহাজের ক্যাপ্টেন, পাশে দমা খালের নিচের চরে জাহাজটিকে এগ্রাউন্ড করে দেন। এতে করে জাহাজটি ডুবা, থেকে রক্ষা পায়। অন্যদিকে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত অন্য একটি জাহাজ এমভি. প্যাসিফিক ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমভি. প্যাসিফিক জাহাজটি বর্তমানে ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরির সংলগ্ন অবস্থান করছে এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন ট্যাংক থেকে পানি নিষ্কাশন করছে।