বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের মেরিটাইম সেক্টরের অবিভাবকদের ভিডিও কনফারেন্স

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০


নিজস্ব সংবাদদাতা- বর্তমানে বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের আক্রমনের স্বীকার হয়ে অন্য সকল দেশের মতো আমাদের বাংলাদেশী মেরিনারগনও এক দুর্বিষহ সময় অতিবাহিত করছেন প্রায় বিগত ৫ মাসের মতো সময় ধরে। এরমাঝেই যারা দেশে রয়েছে, তারা অধিকাংশই লক ডাউন এর মধ্যে সময় অতিবাহিত করছে।
উদ্ভুত এই অনাকাংখিত পরিস্থিতিতে মেরিন কমিউনিটির সাম্প্রতিক বিভিন্ন বিষয়াবলী নিয়ে এবং শুভেচ্ছা বার্তা নিয়ে বিডি মেরিনার্স প্লাটফর্ম ফেসবুক গ্রুপের উদ্যোগে প্রথমবারের মতো মেরিনারদের মাঝে লাইভে এসে বক্তব্য দেয়ার সদয় সন্মতি জ্ঞ্যাপন করেছেন বাংলাদেশ মেরিনার কমিউনিটির অভিভাবকবৃন্দ। ‌
ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ মেরিনার্স প্লাটফর্ম ফেসবুক গ্রুপে সরাসরি সম্প্রচারিত হবে এই আলোচনা অনুষ্ঠান।
দেশে ও বিদেশে অবস্থানরত সকল সন্মানিত বাংলাদেশী মেরিনারগনকে এই লাইভ অনুষ্ঠান সরাসরি দেখার আমন্ত্রণ জানিয়েছেন ক্যাপ্টেন শামসুল রঞ্জন । উল্লেখ্য যে, বিডি মেরিনার্স প্লাটফর্ম ফেসবুক গ্রুপটি শুধুমাত্র বাংলাদেশী মেরিনারগনের এবং মেরিন প্রোফেশন সম্পর্কিত সকলের সমন্বয়ে গড়ে ওঠা একটা সম্পুর্ণ ভেরিফাইড গ্রুপ যেখানে শুধুমাত্র মেরিনার এবং মেরিন কমিউনিটি সংশ্লিষ্ঠ ব্যক্তি ছাড়া অন্য কেউ নেই। বাংলাদেশী মেরিনারগন যারা যুক্ত হতে চান, অনুগ্রহ করে লিংক এ ক্লিক করে জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারেন।
https://www.facebook.com/groups/255625251230387/

এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞ্যাপন করেছেন –
১) নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, জনাব কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, (ট্যাজ), এনডিসি, পিএসসি, বিএন,
২) নৌ পরিবহন অধিদপ্তরের চীফ নটিক্যাল সার্ভেয়ার জনাব ক্যাপ্টেন কে. এম. জসিমউদ্দিন সরকার,
৩) নৌ বাণিজ্য অফিস এর প্রিন্সিপাল অফিসার জনাব ক্যাপ্টেন গিয়াসউদ্দীন আহমেদ
৪) ন্যাশনাল মেরিটাইম ইনিস্টিটিউট এর প্রিন্সিপাল জনাব ক্যাপ্টেন ফয়সাল আজিম
৫) নৌ পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার এণ্ড এক্সামিনার, জনাব ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমান
৬) সরকারী সমুদ্র পরিবহন অফিসের শিপিং মাষ্টার জনাব মোঃ জাকির হোসেন চৌধুরী
৭) বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোশিয়েশন (BMMOA) এর প্রেসিডেন্ট জনাব ক্যাপ্টেন আনাম চৌধুরী
৮) বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোশিয়েশন (BMMOA) এর জেনারেল সেক্রেটারী নৌ প্রকৌশলী জনাব সাখাওয়াত হোসেন
৯) বঙ্গবন্ধু নৌ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নৌ প্রকৌশলী জনাব আশরাফ ইবনে নুর
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু নৌ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নৌ প্রকৌশলী আরিফ আহমেদ ও স্বাধীনতা মেরিনার্স পরিষদের সাধারন সম্পাদক ক্যাপ্টেন সৈয়দ ইমাম হোসেন।
সকল মেরিনারগন অনুষ্ঠান চলাকালীন কমেন্ট সেকশনে কমেন্ট লিখে প্রশ্ন করতে পারবেন। তবে যার কাছে প্রশ্ন করবেন, তার নাম উল্লেখ করে প্রশ্ন করা যাবে।
ভিডিও কনফারেন্স অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকায় থাকবেন ক্যাপ্টেন শামসুল রঞ্জন।
ক্যাপ্টেন শামসুল রঞ্জন তার ফেসবুক বার্তাতে সকলের সুস্বাস্থ্য কামনা এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন।