ভিয়েতনামে ঝড়ের কবলে পড়ে কার্গো জাহাজ ডুবি এবং ড্রেজার গ্রাউন্ডেড

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

ডেস্ক রিপোর্ট: জাহাজ দুটি ৮ অক্টোবর ভিয়েতনামের উত্তরের,দক্ষিণ চীন সমুদ্রের কোয়াং ট্রাই প্রদেশের জলে ভারী ঝড়ের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে।এর মধ্যে ভিয়েতনাম পতাকাবাহী THANH THANH DAT 55 কার্গো জাহাজটি ডুবে যায় এবং অপরদিকে ভিয়েতনাম পতাকাবাহী ড্রেজার VIETSHIP 01 গ্রাউন্ডেড হয়।
৮ ই অক্টোবর বিকেলে কার্গো জাহাজ THANH THANH DAT 55 এর ইঞ্জিন রুম প্লাবিত হয় বলে জানাযায়।জাহাজে মোট ১১ জন নাবিক ছিল,তাদের সবাইকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।অতঃপর জাহাজটি কুয়া ভিয়েট সমুদ্র সৈকতে ডুবে যায়।


অপরদিকে VIETSHIP 01 ড্রেজারটি একই এলাকায় অগভীর জলে আটকে যায়,ড্রেজারে ১১ জন ক্রু মধ্যে ১ জন তীরে পৌঁছে যায় এবং বাকি ১০ জন ক্রু ৯ অক্টোবর সকাল পর্যন্ত ড্রেজারে আটকে থাকে।পরবর্তিতে ড্রেজারে আটকে থাকা ১০ জন ক্রু কে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
কোন হতাহতের খবর পাওয়া যায়নি।