মহেশখালী মাতারবাড়ি আউটারে দুটি মার্চেন্ট শীপের কলিউশন

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

চট্টগ্রাম: বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে মাতারবাড়ী বহির্নোঙরে দুইটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ৬টার দিকে নোঙরে থাকা ‘এমভি আর্চাগিলস্ গ্র্যাবিয়েল’ ও ‘এমভি ডেনসা প্যানথার’ এর মধ্যে সংঘর্ষ হয়।
কোস্টগার্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংঘর্ষের ঘটনার পরপরই বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই জাহাজকে সার্বিক সহযোগিতা প্রদান করে। দুরঘটনা কবলিত দু’টি জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের ঘনা ঘটেনি। দুর্ঘটনার দিন প্রচণ্ড স্রোতের কারণে মাতারবাড়ী বহির্নোঙরে নোঙর নোঙ্গর করে থাকা মালটা পতাকাবাহী এ্যামেনিয়াম ফসফেট বহনকারী বাণিজ্যিক জাহাজ এমভি আর্চাগিলস্ গ্র্যাবিয়েল আনুমানিক ভোর সাড়ে চারটা ড্র্যাগিং করতে শুরু করে।
একপর্যায়ে উক্ত জাহাজের দু’টি নোঙরই ছিঁড়ে যায় এবং নোঙরে থাকা অপর মালটার পতাকাবাহী গম বহনকারী বাণিজ্যিক জাহাজ ডেনসার প্যানথারের সঙ্গে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষের ফলে ডেনসা প্যানথার জাহাজের শীপস সাইডের একটি প্লেট ভেঙে যায়।

এছাড়াও উভয় জাহাজের ক্ষয়ক্ষতি হয়।
সংঘর্ষের পরপরই বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন জাহাজ শ্যামল বাংলা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত জাহাজ দু’টির অধিনায়ক এবং ক্রুদের সার্বিক খোঁজ খবর সংগ্রহ ও সহায়তা দিয়েছে।