দক্ষিণ চীন সমুদ্রে এ্যাংকরে থাকা কার্গো জাহাজ ডুবে গেলো

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
লাইট হাউজ ফাইল ফটো

নিজস্বসংবাদদাতা :  শনিবার ৫ ডিসেম্বর আন্তর্জাতিক সময় প্রায় ০৫:০০মিঃ এ ভিয়েতনাম পতাকাবাহী জেনারেল কার্গো হাই হা ২৮ জাহাজ থেকে সঙ্কট সংকেত জারি করে এবং জাহাজে পানি প্রবেশে ইঞ্জিন রুম প্লাবিত হয়ে ডুবে যাওয়ার খবর দেয়। মধ্য ভিয়েতনাম, দক্ষিণ চীন সমুদ্রের কোয়াং নাম প্রদেশের বাইরে, কিউ লাও চাম দ্বীপের জলে জাহাজটি নোঙ্গর করাছিল। সিমেন্ট ভর্তি কার্গো সহ জাহাজটি রুক্ষ আবহাওয়ায়  কোয়াং নাম প্রদেশের চু লাই বন্দরের বাইরে ডকের জন্য অপেক্ষা করছিল এবং পরে দূর্ঘটনার শিকার হয়।জাহাজের ৯ জন নাবিক এবং ১ জন যাত্রী যারা সকলে নিরাপদে ছিলেন এবং তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা যায়।