ফিলিপাইনের সুলু সমুদ্রে ল্যান্ডিং ক্র্যাফট ডুবি, ২ জন নাবিক নিখোঁজ

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
লাইট হাউজ ফাইল ফোটো

নিজস্ব সংবাদদাতা : ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে ফিলিপাইন পতাকাবাহী ল্যান্ডিং ক্র্যাফট জাহাজ ল্যাডি আথেনা ডুবে  যায়।২৫শে নভেম্বর ফিলিপাইনের সুলু সমুদ্রের  আরাসেলি জলের কম্বারি দ্বীপপুঞ্জে এ ঘটনাটি ঘটে। সম্ভবত বো রেম্প, লিকিং শুরু হয়ে  গুরুতরভাবে ক্ষতিগ্রস্থ হয় বলে জানাযায়, ঐ লিক দিয়ে আগত সমুদ্রের পানি জাহাজের কার্গো ডেক ভেসে যায়  এবং জাহাজের ইস্টেব্লিটি নড়ে যায়,ফলে জাহাজটি ক্যাপসাইজড হয়ে ডুবে যায়।জাহাজটিতে মোট ১৭ জন নাবিক ছিলো,এর মধ্যে রেসকিউ টিম ১৫জন কে সেইফটি ইকুইপমন্টসহ সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করে এবং বাকি দুই জন এখনও নিখোঁজ রয়েছে।সার্চ অপারেশন চালু আছে।