Bulk carriers rescue sailors stranded in rough weather across the Atlantic

আটলান্টিকে রুক্ষ আবহাওয়ায় আটকে পড়া নাবিকদের উদ্ধার করে বাল্ক ক্যারিয়ার

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০
লাইট হাউজ ফাইল ফটো

অনলাইন ডেস্ক  : শনিবার, যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানায়, হং কং পতাকাবাহী কেএসএল সান্টিয়াগো বাল্ক ক্যারিয়ার শনিবার হ্যাটারেস ইনলেট, এনসি থেকে প্রায় ৩৫৫ নটিক্যাল মাইল পূর্বে রুক্ষ আবহাওয়ায় অক্ষম একটি সেইলিং বোট থেকে দুজন নাবিকে উদ্ধার করে। কোস্টগার্ডের ৫তম জেলা কমান্ড সকাল ৯ টা ৯ মিনিটে আন্তর্জাতিক জরুরি অবস্থা উদ্ধার সমন্বয় কেন্দ্রের কাছ থেকে একটি জাহাজ সঙ্কটে থাকার জিপিএস সতর্কতা পায়। সতর্কতাটিতে আরও বলা হয়েছে যে জাহাজটি তীব্র আবহাওয়ার কবলে পড়েছে,জাহাজটি পাল এবং ইঞ্জিন অক্ষম অবস্থায় ভাসছে । জেলা পাঁচ পর্যবেক্ষণকারীরা সি -১৩০ হারকিউলিস কোস্টগার্ড এয়ার স্টেশন এলিজাবেথ সিটি বিমানটি চালিত করে এবং উদ্ভূত পরিস্থিতি অবহিত করতে জাহাজগুলিকে সতর্ক করে এবং তাদের সাহায্যের অনুরোধ করার জন্য অটোমেটেড মিউচুয়াল-সহায়তা ভ্যাসেল রেসকিউ সিস্টেম (এএমভিএআর) সক্রিয় করে। ৯৫৮ ফুট দীর্ঘ কেএসএল সান্টিয়াগো কেএসএল বাল্কার কলটির জবাব দেয় এবং জাহাজের মূল কোর্স পরিবর্তন করে অক্ষম জাহাজের দিকে নিয়ে যায়। বাল্কার জাহাজের নাবিকরা অক্ষম জাহাজের দুইজন মেরিনারকে উদ্ধার করে এবং বাল্টিমোরে স্থানান্তরিত করে। কোন রকম আহত হওয়ার খবর পাওয়া যায়নি। “পঞ্চম জেলা কমান্ড সেন্টারের অপারেশনাল ইউনিট নিয়ন্ত্রক কেলভিন মরগান বলেন,” আবহাওয়া পরিস্থিতি এবং জাহাজটি অক্ষম হয়ে আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি অবস্থানে থাকার কারণে এই পরিস্থিতি অনেকটা আলাদাভাবে হতে পারত। “কেএসএল সান্টিয়াগোয়ের নাবিক এবং ক্যাপটেন আমাদের সাথে অংশীদার হওয়ার বিষয়টি,সুখময় সমাপ্তি ঘটায়।”