Another sailor jumps to save 1 sailor who fell from a cargo ship in the Black Sea! 1 death

কৃষ্ণ সমুদ্রে কার্গো জাহাজ থেকে পড়ে যাওয়া ১জন নাবিককে বাচাতে আরেক জন নাবিকের ঝাপ ! ১জনের মৃত্যু

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
লাইট হাউজ ফাইল ফটো

মেরিটাইম ডেস্ক : ভানুয়াতু পতাকাবাহী জেনারেল কার্গো ম্যারে জাহাজের একজন নাবিক জাহাজ থেকে ওভারবোর্ড হয়ে পড়ে যায়। জাহাজের অন্য আরেকজন নাবিক তাকে বাঁচাতে জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। ১৪ই ডিসেম্বর সন্ধ্যায় কৃষ্ণ সমুদ্রের, বুলগেরিয়ার ভারনা অঞ্চলে এ দূর্ঘটনাটি ঘটে।ভারনা বন্দরের সিজি বোটের সাথে সার্চ এন্ড রেসকিউ জাহাজ মোতায়েন করা হয়েছিল। রাতের বলা দৃশ্যমানতা কম হওয়ার কারণে বোঝা যায়নি বলে তাদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা যায়নি।উদ্ধারকারীরা একজন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়, দুর্ভাগ্যবশত আরেকজন নাবিককে পরে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তের জন্য জাহাজটি অভ্যন্তরীণ ভারনা বন্দর এলাকায় নোঙ্গর করা হয়।জাহাজটি ১৫ই ডিসেম্বর বিকেল, পর্যন্ত অ্যাঙ্কারে ছিল বলে জানা যায়। ওভারবোর্ড হওয়া উভয়-ই তুর্কি জাতীয়তারনাবিক ছিল ।ভুক্তভোগীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।