The cargo ship HUY HOANG sank in the South China Sea

দক্ষিণ চীন সাগরে ডুবে গেল কার্গো জাহাজ হু হোয়াং

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
লাইট হাউজ ফাইল ফটো

নিজস্বসংবাদদাতা :  ১০ই ডিসেম্বর রাতে ভিয়েতনাম পতাকাবাহী  হু হোয়াং ১৮ জেনারেল কার্গো জাহাজটি দক্ষিণ চীন সমুদ্রে ডুবে  যায়।ভিয়েতনামের দক্ষিণ চীন সমুদ্রের বনহ দিনহো প্রদেশে এই ঘটনাটি ঘটে।জাহাজটি প্রায় ৩ হাজার টন কয়লা, ৯ জন নাবিক এবং ২ জন  যাত্রী নিয়ে হো চি মিন থেকে  হাই পং এর উদ্দেশ্যে যাত্রা করে বলে জানা যায়। জাহাজটি ফু  মাই জেলার উপকূলে  প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে  ছোট ছোট আইলেটের উপর দিয়ে যাচ্ছিল,ফলে জাহাজটি অল্প পানিতে আটকে যায় এবং জাহাজের কয়েক জায়গা দিয়ে হাল ভেঙে পানি প্রবেশ করতে থাকে।ধারণা করা হচ্ছে জাহাজটি আইল্যান্ডের উপকূলে প্রবাল প্রাচীরের উপর দিয়ে চলছিল বলে এমন দুর্ঘটনার সম্মুখীন হয় । জাহাজে অবস্থানরত নাবিকরা অনেক চেষ্টা করেও  জাহাজে পানির প্রবেশ বন্ধ বা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি।উদ্ধারকারীরা জাহাজে  থাকা ৯ জন ক্রু এবং দুজন যাত্রী কে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।কোন হতাহতের খবর পাওয়া যায়নি।