দেশের চলমান মেগা প্রকল্পের সরঞ্জামের ভাড়ে ভেঙে পড়েছে চট্টগ্রাম বন্দরের পুরাতন জেটি

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

নিজস্ব সংবাদদাতা: ভারী পণ্যের চাপে ভেঙে গেছে চট্টগ্রাম বন্দরের জিসিবি বার্থের পুরাতন জেটির একটি অংশ।
রোববার (৩১ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।
সূত্র জানায়, স্টিলের ভারী পাতের চাপে শেডের গেইটের কাছে বন্দরের ৭-৮ নম্বর জেটির মাঝখানে ভেঙে ১৫-২০ ফুট গর্ত হয়ে যায়। খবর পেয়ে ক্রেনের সাহায্য দ্রুত পণ্যসামগ্রী সরিয়ে নেওয়া হয়। এ দুর্ঘটনার কারণে জাহাজ বাঁধা বা পণ্য হ্যান্ডলিং ও ডেলিভারিতে বিঘ্ন ঘটছে না।
বন্দরের একজন কর্মকর্তা লাইটহাউজ নিউজ ক্লাব কে বলেন, এটি বন্দরের প্রথম দিকের জেটি। নিয়মিত মেরামত ও সংস্কার করে কাজ চালানো হচ্ছিলো। বিভিন্ন মেগা প্রকল্পের ভারী পণ্য এ জেটিগুলোতে নামানো হয়। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) চালু হলে জিসিবিতে পর্যায়ক্রমে ভেঙে নতুন টার্মিনাল ও জেটি নির্মাণের পরিকল্পনা রয়েছে বন্দর কর্তৃপক্ষের।

বন্দর সচিব মো. ওমর ফারুক লাইট হাউজ নিউজ ক্লাবকে বলেন, পুরাতন জেটির ছোট্ট একটি অংশ ভারী পণ্যের চাপে ভেঙে গেছে। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ দুর্ঘটনার কারণে বন্দরের অপারেশনাল কাজে কোনো সমস্যা হচ্ছে না।