ব্রাজিলের, ক্যাম্পোস বেসিনে অফশোর সাপ্লাই জাহাজ ডুবি,১৮জন নাবিকক উদ্ধার

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
লাইট হাউজ ফাইল ফোটো

নিজস্ব সংবাদদাতা : ব্রাজিল পতাকাবাহী কার্মেন অফশোর  সাপ্লাই জাহাজ ক্যাপসাইজড হয়ে ডুবে যায়। ২০ নভেম্বর ভোরে ব্রাজিলের পেট্রোব্রাস পি -৮৮ প্ল্যাটফর্ম, ক্যাম্পোস বেসিনের কাছে, ব্রাজিলের নিত্য কাজ সম্পাদন করার সময় এ ঘটনাটি ঘটে। ডুবে যাওয়া জাহাজে ১৮ জন নাবিক ছিল। নিকটবর্তী অন্য একটি অফশোর জাহাজ দ্বারা তাদেরকে উদ্ধার করা হয়, সকলেই নিরাপদ আছে। কার্মেন জাহাজটি ​​রিও ডি জেনিরোর উত্তর-পূর্বে ক্যাবো দে সাও তোমের প্রায় ৫৫ নটিক্যাল মাইল পূর্বে ২৫০ মিটার গভীরতায় ডুবে যায়।

১৯৮৭ সালে নির্মিত কার্মেন ​​অফশোর সাপ্লাই জাহাজটির, আইএমও ৮৫০২৯৪৯, ডি ডব্লিউ টি ৩৮০, ওসিয়ানপ্যাক্ট সার্ভিস মারিটাইমসের অপারেটর।