Large cracks in the ice kingdom of Antarctica; the world is heading for a catastrophic catastrophe

অ্যান্টার্কটিকার বরফের রাজ্যে বড় ফাটল;ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে পৃথিবী

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

অ্যান্টার্কটিকার বরফের রাজ্যে বড় ফাটল ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে পৃথিবী  ।পৃথিবীর একমাত্র বরফে ঘেরা বৃহত্তম অঞ্চল অ্যান্টার্কটিকার হিমশৈলে বড়সড় ফাটল দেখা গেছে। ব্রুন্ট আইস সেলফ এ এই ফাটল দেখা যায়।

প্রথম ফাটল দেখার প্রায় ১০ বছর পর দ্বিতীয় এই ফাটলটি বিজ্ঞানীদের নজরে আসে। এই হিমশৈলটি কয়েক বছর ধরে নিবিড় পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা।

এ হিমশৈলের আকার ইংল্যান্ডের দেশ বেডফোর্ডশায়ারের সমান। ৪শ’ ৯০ স্কয়ার মাইলের এ হিমশৈল নিউইয়র্ক শহরের চেয়ে বড়।

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে কর্তৃপক্ষ বলছে, এর আকার ১ হাজার ২শ’ ৭০ স্কয়ার কিলোমিটার।

দ্যা হেলে রিসার্চ সেন্ট্রার

দ্যা হেলে রিসার্চ সেন্ট্রার জানান, এ ধরনের ঘটনা সত্যিই অপ্রত্যাশিত।কারণ ১৫০ মিটার পুরো এই সেলফটি একদম মহাদেশের সাথে লাগাও ভাবে অবস্থিত।

বিজ্ঞানীরা স্যাটেলাইটের ছবি আর জিপিএস এর মাধ্যমে তদারকির পরে বুঝতে পেরেছিলেন যে এ অঞ্চলের বরফের স্তরে বড় ফাটল দেখা যাবে।

বিজ্ঞানীরা জানান, হিমশৈলটি ভেঙে এখান থেকে সরেও যেতে পারে  আবার ব্রুন্ট আইস সেলফ এর আশপাশে ও থাকতে পারে।

দিন দিন এই বরফের স্তর ভেদ করে লম্বা হচ্ছে এ ফাটল।সকল তথ্যই ক্যামব্রিজে পাঠানো হচ্ছে পর্যালোচনার জন্য।

অ্যান্টার্কটিকায় শীতকাল চলার পরেও কেন এ ধরনের বিপর্যয় হলো তা নিয়ে বিজ্ঞানীরা অনেক চিন্তিত।

ভাঙ্গনের সময় অ্যান্টার্কটিকার তাপমাত্রা ছিল মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস। হিমশৈলের ভাঙ্গনে ক্ষতির মুখে পড়তে পারে অ্যান্টার্কটিকা অঞ্চলের সামুদ্রিক বাস্তুসংস্থান।

এর আগে ২০১৭ সালে এত বড় হিমশৈল ভেঙে গিয়েছিল এবং বরফখণ্ড মিশে গিয়েছিল সাগরে।

আন্টার্কটিকার পরিবেশ ও মহাকাশ নিয়ে গবেষণার জন্য ১৯৫৬ সাল থেকে আন্টার্কটিকার ব্রুন্ট আইস সেলফ এর  ৬টি গবেষণা কেন্দ্রে কার্যক্রম চালাচ্ছে।

পৃথিবীর দুই পোলার অঞ্চলের একটি এই আন্টার্কটিকা। এই মহাদেশের ৯৮ শতাংশই বরফে ঢাকা থাকে।

এক কোটি ৪০ লাখ স্কয়ার কিলো মিটারের মহাদেশে হিমশৈল আছে ২ লাখ ৬৫ হাজার গিগা টন।

পৃথিবীর ৬১ শতাংশ বিশুদ্ধ পানির উৎস এ আন্টার্কটিকা। আন্টার্কটিকা, আর্টিক,গ্রিনল্যান্ড আর বরফে ঘেরা দ্বীপগুলো যদি গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৭০ মিটার। এতে সব উপকূলীয় এলাকা পানিতে তলিয়ে যাবে।

এন্টারটিকা বছরে ১১,৮০০ কোটি মেট্রিক টন বরফ খাচ্ছে হারাচ্ছে।

অ্যান্টার্কটিকার বরফের রাজ্যে বড় ফাটল ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে পৃথিবী

আরোও পড়ুন…

হঠাৎ মার্চেন্ট জাহাজ গুলোতে এ কেমন গণ বিষক্রিয়া !