হালুয়াঘাটে করোনার উপসর্গ নিয়ে শিক্ষিকার মৃত্যু

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২০

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে করোনার উপসর্গ নিয়ে আয়শা আক্তার (২৫) নামের এক মাদ্রাসা শিক্ষিকার মৃত্যু হয়েছে। আয়েশা উপজেলার ঘোষবেড় গ্রামের ইউনুস আলীর মেয়ে। তিনি উপজেলা সদরে রাবেয়া বশরী মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। শুক্রবার (১৫ মে) রাত আড়াইটার দিকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুশফিকা জানিয়েছেন, বুধবার (১৩ মে) রাতে করোনার তথ্য গোপন করে শুধু ডায়রিয়ার কথা বলে রাত ১১টার দিকে ভর্তি হন আয়শা। পরে শুক্রবার (১৫ মে) দ্বিবাগত রাত ২ টার চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়েশা।

হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনির আহমেদ জানান, রোগী তথ্য গোপন করায় তার নমুনা সংগ্রহ করা হয়নি। মারা যাওয়ার পর আমরা জানতে পেরেছি যে, তার করোনার উপসর্গ ছিল। মারা যাওয়ার তিন ঘণ্টার মধ্যে নমুনা সংগ্রহ করার নিয়ম। তিন ঘণ্টা অতিবাহিত হওয়ায় এখন আর নমুনা নেওয়ার সুযোগ নেই। তবে আয়েশার পরিবারের লোকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পিসিআর ল্যাবে পাঠানো হবে।