4 killed, 6 missing after fishing trawler sinks in Bay of Bengal

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ফিশিং ট্রলার ডুবে ৪ জনের মৃত্যু এবং ৬ জন নিখোঁজ

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

নিজস্ব সংবাদদাতা :  বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকায় ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৪ জেলের মৃত্যু ও তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ আছে ছয়জন।

বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, সেন্টমার্টিনের  দক্ষিণ-পশ্চিমে ২৩ মাঝিমাল্লা নিয়ে এফবি জানজাবিল নামের ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা ঘটনাস্থলে যায় এবং উদ্ধার অভিযান শুরু করে।অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া পাওয়া যায় চার জনের মৃতদেহ। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান  অব্যাহত আছে।

ট্রলার মালিক চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানায়,  এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে মাছ শিকারের জন্য ট্রলার নিয়ে বেরিয়েছিলেন জেলেরা এবং  শনিবার সকালে ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি গভীর সমুদ্রে ডুবে যায় বলে জানান তিনি।

কোস্টগার্ড জানায়, সেন্টমার্টিন থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে  এ  দুর্ঘটনাটি ঘটে এবং উদ্ধার অভিযান শেষ হলে উদ্ধারকৃত মাঝিদেরকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

মাঝিদের পরিচয় এখনো স্পষ্টভাবে নিশ্চিত করা হয়নি।